পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা'র বুলি 露举源 নীলকমল আর লালকমল ( S) b কে রাজার দুই রাণী ; তাহার এক রাণী যে, রাক্ষসী ! কিন্তু এ কথা কেহই জানে না । দুই রাণীর দুই ছেলে ; — লক্ষ্মী মানুষ-রাণীর ছেলে কুসুম আর রাক্ষসী-রাণীর ছেলে অজিত । অজিত কুসুম দুই ভাই গলাগলি । । রাক্ষসী-রাণীর মনে কাল, রাক্ষসী-রাণীর জিভে লাল ; , ' রুশক্ষসী কি তাহ দেখিতে পারে ?-কবে সতীনের ছেলের কচি হাড়-মাংসে ঝোল --অম্বল বিয়া খাইরে ;-তা পেটের S 汤 S8S * “রূপ-তরাসী’র ছবি ও কবিতা ১৩৯ ও ১৪০ পৃষ্ঠায়