পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 2%NSNSNSNSNSNSNSNSNNSNSNN গাছের আগায় চিক্‌মিকৃ, আমার, খোকনৃ হাসে ফিক্‌-ফিকৃ!— নীলাম্বৱীখান গায়ে দিয়ে, খোকার-ম্যাসী এসেছে। নদীর জলে খোকার হাসি ঢেলে’ পড়েছে । আয় রে আমার কাজলা বুধি, আয় রে আমার হমোগাছের আড়ে থামূলো রে চাদ, আমার, সোণার মুখে চুমো ! ঘরে ঘরে লক্ষ্মীমণির পিদিম জলেছে, দেবতার দুয়ারে কঁাসির বেজে” উঠেছে— নাচবে খোকা, নিবে প্ৰসাদ খোকনৃ আমার গঙ্গাপ্রসাদ-- কোন স্বর্গের ছবি খোকনৃ মৰ্ত্ত্যে এনেছে ? ও খোকনৃ, খোকন রে । আর নোচো না, আর নোচো না, নাচন্‌ ভেঙ্গে পড়েছে।-- দেখ সে” আঙ্গিনায় তোর কে এসেছে। আঙ্গিনেয় এলো চাদের মা দেখ সে” খোকন দেখে যা, ঝুলির ভেতর চাঁদের নাচন ভরে’ এনেছে। ঝুলির মুখ খোল,— খোকার হাসি তোলা—তোলা ঠাকুরমা’র কোলটি জুড়ে’ কে রে বসেছে ? -- ○ 黏 劾 露 影 兹 ※ NN%