পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী 兹 আমি থাকিতে পারি না,-আমার সাত ভাই বুঝি রাক্ষসের পেটে গিয়াছে!—আমি চলিলাম!” রাজ্যের লোক মনঃক্ষুন্ন—“শেষে এক রাজা পাইলাম। তিনিও কোথায় চলিলেন ।” রাজা কবে ফিরিবেন,-সকলে পথ চাহিয়া इङ्ग्रेिव्न । ডালিমকুমার যাইতেছেন, যাইতেছেন, এক পাহাড়ে উঠিয়া দেখেন পক্ষিীরাজ। চুইতেই আবার প্রাণ পাইয়া পক্ষিরাজ, চিহীি হি!” করিয়া উঠিল। রাজপুত্ৰবলিলেন,-“পক্ষিরাজি,এইবারচল।” যম-যমুনার দেশ-অন্ধকার গায়ে ঠেকে, বাতাসে পাথর উড়ে, রাজপুত্র কিছুই মানিলেন না।-“ঝড়ের গতি কোন ছার, পক্ষিরাজে আসন যা’র।” তীর-বজের মত পক্ষিরাজ ছুটিয়া চলিল । কতক দূরে গিয়া কড়ির পাহাড়। কড়ির পাহাড়ে পক্ষিরাজের পা চলে না ; ছট্‌ছটু রটারটু শব্দ। রাজপুত্র বলিলেন,-“পক্ষি ! থামিও না ; ছুটে চল ।” পক্ষিরাজ তীর-বজের গতি— সারারাত্রি পায়ের নীচে কড়ির পাহাড় চুর হইয়া গেল। তার পরেই হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়ের নীচে কলঙ্কল শব্দে রক্ত-নদীর জল তোড়ে ছুটিয়াছে; রক্তের তরঙ্গ, রক্তের ঢেউ। দাত বাহির করিয়ামড়ার মুণ্ড“হী! হী!” করিয়া উঠে, হাড়ে হাড়ে কটাকটু খটখটু শব্দ,-কাণ পাতা যায় না। রাজপুত্ৰ বলিলেন, —“পক্ষি ! ভয় নাই, চোখ বুজিয়া চলা।” পায়ের নীচে হাড়ের পাহাড় খটু-খট-খাটাং, ছর বৃত্ব ব্ৰ-ছাটছাট শব্দে তুষ হইয়া গেল ; তখন রাত্ৰি পোহাইল, রাজপুত্র দেখেন, দূরে পাশাবতীর পুর। ܕܝܢ ܛܛ- * SA8 浚