পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি ওই খালে তো কঁকড়া খাবি,- দেখি কি করে? মুই কুমীরের হাত এড়াবি।” কুমীর চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল। ক'দিন যায়; শিয়াল পণ্ডিত খালের ঐ ধারে ধারে ঘুরে, প্ৰাণান্তেও জলটিতে পা ছোয়ায় না । শেষে পেটের জ্বালা বড় জ্বালা ;-তা’র উপর, ওপারের চড়ায় কঁকড়ার ছায়ে-পোয়ে দলে দলে দাড়া বাহির করিয়া ধিড়িং ধিড়িং নাচে ;-আর কি সয়? সব ভুলিয়া টুলিয়া, যা’ক প্ৰাণ থা’ক মান-জলে দিলেন বাপ ! আর কোথা যায়,-ছত্রিশ গণ্ডা দাতে কুমীর, পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল ! [ লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন ! ! ** টানাটানি হুডাহুড়ি,-পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়া s SqYʻ