পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি ※ S কুটিকুটি সুখু— বাতাসের পিছু পিছু ছুটিল ! Š মাকে দুখু সব কথা বলিল ; শুনিয়া দুখুর মা মনের আনন্দে দুখুকে নিয়া সুখুর মা’র কাছে গেল,—“দিদি, দিদি,-ও সুখু, সুখু, আমাদের দুঃখ ঘুচিছে, চাঁদের মা বুড়ী দুখুকে এই সব দিয়াছে। সুখু কতক নাও, দুখুর কতক থাক।” চোক টানিয়া মুখ বঁকাইয়া—তিনি ঝাকুনা ভিারকুট্টি, সুখুর মা বলিল,-“বালাই! পরের কড়ির ভাগ-বঁটরী-তার কপালে খ্যাংরা মারি ! তেমন পোদারী সুখুর মা করে না !! ছাই-নাত আগর-বােগর তোরাই নিয়া ধুইয়া খা ।” মনে মনে সুখুর মা বিড় বিড়-“শত্তরের কপালে আগুন,-কেন, আমার সুখু কি জলে ভাসা মেয়ে ? দরদ দেখে ম’রে যাই । কপালে থাকে তো, সুখু আমার কা’লই আপনি ইন্দ্রের ঐশ্বৰ্য্য লুটে আনবে।” মুখ খাইয়া দুখু দুখুর মা ফিরিয়া আসিল । রাত্রে পেটরা খুলিতেই দুখুর রাজপুত্র বর বাহির হইল । রাজপুত্র-বর ঘোড়ায় চড়িয়া বেড়ায়, কপিলার দুধে আঁচায়,- দুখু, দুখুর মা’র ঘর-কুঁড়ে আলো হইয়া গেল। w ( & ) দুরা নাই, শব্দ নাই, সুখুব মা সামনের দুয়ারে খিল দিয়াছে। পরদিন সুখুর মা পিছন দুয়ারে তুলা রোদে দিয়া ‘পিসৃপিস্, ফিসৃফিসৃ’, সুখুকে বসাইয়া ক্ষার কাপড়ে পুটলি বাধিয়া ঘাটে গেল। { ܬܐܠ ܐܠ ܠ ܘܨ | কতক্ষণ পর বাতাস আসিয়া সুখুর ভুল উড়াইয়া নেয়,- - ※ ఫిలి