পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি ※ IRŠ পা গেল। গজমোতি কি মানুষে আনিতে পারে? রাজপুত্রেরা পলাইয়া আসিলেন । আসিয়া, রাজপুত্রেরা কি করেন,-রূপবতী রাজকন্যার নফর হইয়া রহিলেন । কথা শীতরাজার কাণে গেল। শীত বলিলেন,-“কি ! রাজকন্যার এত তেজ, রাজপুত্রদিগকে নফর করিয়া রাখে। রাজকন্যার রাজ্য আটক কর।” রাজকন্যা শীতারাজার হাতে আটক হইয়া রহিলেন । ( ܒܶ ) আজ যায় কাল যায়, বসন্ত মুনির বনে থাকেন। পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না, বসন্তের খবর পৃথিবী পায় না। মুনির পাতার কুঁড়ে ; পাতার কুঁড়েতে এক শুক আর এক সারী থাকে । একদিন শুক কয়,- “সারি, সারি। বড় শীত!” সারী বলে,- “গায়ের বসন টেনে দিস্!” e “বসন গেল ছিাড়ে, শীত গেল দুর, কোন খানে, সারি, নদীর কূল ?” ତଳିତ