[ २8 ] টিস রোগের গয়ারের কোন প্রভেদ নাই। ঐ প্লেটের তৃতীয় ফিগারে এই ব্ৰঙ্কাইটিস রোগের অঙ্কর বিশিষ্ট এপিথিলিয়েল কাষ্ট দেখাইতেছে । - নিউমোনিয়ার স্পিউটা বা গয়ার এবং একিউট রাইটস ডিজিজের কষ্ট, উভয়ের আকারের অনেকাংশে ঐক্যতা আছে। (Scarlet Fever) স্কারলেট ফিবারান্তে যে ড্রপৃসি উৎপন্ন হয় তাহার প্রথমাবস্থায় যেরূপ রক্তীয় কাষ্ট (যাহাদিগকে কখন২ ফাইব্রিনস রডকাষ্ট কহ যায় ) দৃশ্য হয় এবং নিউমোনিয়ার &f<tf<'gt;I CA ( Rustcoloured Sputa) রষ্টকলারড, স্পিউট বা গেরিরঙ যুক্ত গয়ার দৃষ্ট হয়, ঐ উভয়েই সমতুল্য । চতুর্থ প্লেটে নিউমোনিয়ার নান প্রকার অবস্থার নানা প্রকার ম্পিউট বা গয়ার দেখাইতেছে। &n ঐ প্লেটের চতুর্থ ও পঞ্চম ফিগারে রাটকলার বা গেরিরঙযুক্ত এবং রক্ত সংশ্লিষ্ট স্পিউট বা গয়ার দেখাইতেছে । উক্ত গয়ার মধ্যস্থ সেল সমুদায়ের আকৃতি এবং স্কারলেট ফিভারান্তে প্রস্রাব মধ্যে যে রক্ত পাওয়া যায় ও একিউট ব্রঙ্কাইটিস্ রোগের প্রথম|বস্থায় যে কঙ্কেশ্চন হয়, তাহাদিগের কাষ্ট সমুদায়ের সেলস্দিগের আকৃতির ভিন্নতা নাই। স্বল্প পীড়িত নিউমোনিয়া রোগাক্রান্ত ব্যক্তি দিগের গয়ার ঈষৎ রক্তিমাবর্ণ বা কমললেবুর বর্ণ থাকে, ( ফিগার ১-২-৩ ) তন্মধ্যে ব্লড কাপসেলস সৰ্ব্বদা দৃষ্ট হয় না। কিন্তু ব্ৰঙ্কিয়েল ক্যাটারে যে ( Pigment Cell ) পিগমেন্ট সেল দৃষ্ট হয়, সেইরূপ বৃহদাকার সেল সমুদায়ের, রক্তের (Hematine) হিমোটনের সহিত বিশেষ সম্বন্ধ থাকায় তাহার এই পীড়ায় রঙ্গিত হয়। ইহাও স্পষ্টরূপে বোধগম্য হইবে যে ( Rust colour ) রষ্টকলার এবং রক্তিমাবর্ণ গয়ারের রঙ কেবল লংসস্থিত সেলদিগের* স্বল্প কিম্বা
- নিউমোনিয়াকিস্ব। অন্যান্য কাণ বোগের গয়ার মধ্যে লৎস সসুন্ধীয় সেল ব্যতীত মুখ গহ্যরস্থিত সেলসও মিলিত থাকে । এই মুখ গহ্বরস্থিত সেলদিগের আকার কখনই রক্তিমাবর্ণ হয় না ।