পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৮ ] মিউকস, মেন্থেনের সামান্য ইরিটেশন প্রযুক্ত যে শ্লেষ্মার উদ্ভব হয়, এবং অতি সামান্য কিডনি ডিজিজের শেষাবস্থায় ( কখন২ তাহার য়্যাট্রফিতেও) যে জলবৎ স্বচ্ছ ছচি দেখা যায়, এই উভয়ের কোন বিভিন্নতা নাই। স্কার্লেট ফিভারান্তে যে য়্যালবুমেনোরিয়া হইয়া থাকে তাহান্ত্র আরোগ্য সম্ভব ব্যক্তিদিগের যখন রিনেল zogoso go offs ( Fibrinous Blood Cast) ফাইব্রিনস, ব্রডকাষ্ট লোপ হয় তখন তৎপরিবর্তে গ্রানিউলণর কষ্ট সমুদায় দৃষ্ট হয়, ইহারাও সর্ময়ক্রমে প্রস্রাব হইতে য়্যালবুমেনের স্বল্পতা কিম্বা লোপের সহিত বিলুপ্ত হয়, আর তৎপরিবর্তে জলবৎ স্বচ্ছ কাষ্ট সমুদায় দেখা যায়, এবং তদ্বারা ঐ টিউবদিগের এক প্রকার সামান্য ক্যাটার বা শ্লেষ্মাবস্থা প্রকাশ করে ; অর্থাৎ একাঙ্কর বিশিষ্ট মিউকস, সেল সমুদায়ের উদ্ভব হইয়া শীঘ্ৰ ভাঙ্গিয় ছিন্ন ভিন্ন হয় এবং তদ্বারা এক প্রকার মিউকসের ন্যায় বর্ণ বিহীন স্বচ্ছ পদার্থ ( শ্লেষ্মা ) উদ্ভব হয় । এই পদার্থ মধ্যে স্থানে ২ ষে চাকচিক্য অঙ্কর দৃষ্ট হয়, তাহ ঐ অসম্পূর্ণ সেলুদিগের অপরিপক্ক নিউক্লিয়মৃ মাত্র। প্লেট ৩ ফিগার ১ । অতিসূক্ষ্ম এবং স্বচ্ছ জলবৎ কাষ্টেও ঐরূপ চাকচিক্য অঙ্কর দেখিতে পাওয়া যায় ; ইহা ছিন্ন ভিন্ন সেলদিগের নিউক্লিয়াই ভিন্ন নহে । গাউট কিড্‌নিতে এইরূপ কষ্ট সমুদায় সৰ্ব্বদা ( বিশেষতঃ যখন প্রস্রাব মধ্যে এলবুমেন মধ্যবিত পরিমাণে থাকে ) দেখা যায় য়্যালবুমেনোরিয়ার কঠিনাবস্থায় ডুপসির হ্রাস কিম্বা উন্নতি কালীন ও ইহার झुभा হয় ; এবং ঐ সময়ে প্রস্রাব সম্বন্ধীয় পদার্থনিঃস্থতকারক সেল সমুদায়ের উত্তম গঠন বা উন্নতি হয়। যে, সমস্ত য়্যালবুমেনোরিয়া পীড়াক্রান্ত ব্যক্তিদিগের প্রস্রাব str. (Pus Cell ) vigat frsi ( Pus Cast) পস্কাষ্ট অর্থাৎ