পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हैं- [ ৪৩ ] • ভূতন সেলের প্রতিপালন ও বৃদ্ধি হয়। রক্ত মোক্ষণের দ্বার। এই ক্রিয় কিরূপে সম্পন্ন হইতে পারে ? এই রোগে রক্তের লালাস্কর অধিক পরিমাণে হ্রাস বশতঃ অত্যন্স থাকায় রক্ত মোক্ষণ করিলে সেল গ্রোথ বা কোষ বৃদ্ধি কি প্রকারে হইতে পারে একিউট অবস্থায় ডায়াফোরেটিক অত্যাবশ্যক এবং টিস্থ মধ্যে জল সঞ্চয় হইলে পর্গেটিভ দ্বারা তাহ দূর করা উচিতু"। এই রোগের কোনই অবস্থায় ডিজিটেলিস অত্যাবশ্যক; কিন্তু কেবল এই সমুদায় ঔষধাদি পৃথক কিম্বা একত্রিত সেবনুে হালিকারক হইয়া থাকে। যেহেতুক শারীরিক সেল গ্রোথ বা কোষ বৃদ্ধির ক্ষমতা অভাব প্রযুক্ত স্বতন সেলের গঠন ও বৃদ্ধি না হইয়া পুরাতন সমুদায় হ্রাস ও দ্রব হয়। এই কারণ বশতঃ কোষ বৃদ্ধির ক্ষমতা বৃদ্ধি করাই তাবশ্যক ইহা উক্ত ঔষধাদির দ্বারা কোনরূপে হইতে পারে না । তন্নিমিত্তই এই চিকিৎস প্রণালীকে অসম্পূর্ণ ও হানিকারক বলিয়া উক্ত করা C 1 রক্ত মোক্ষণ বিষয়ে আমার এই দৃঢ় জ্ঞান যে উহা সৰ্ব্বদাই হানিকারক হইয় থাকে, যেহেতুক ভদ্বারা সেল্বৃদ্ধি কখনই হইতে পারে না । যখন এই পীড়কে ইন্‌কুলমেটরি এবং তদানুসঙ্গিক ড্রপ্রসিকে ও ঐ ইনফ্লুমেটরি ক্রিয়া বশতঃ উৎপন্ন বলিয়া বিবেচিত হইত তৎকালে ঐ মতানুসারে রক্ত মোক্ষণ করা বিধেয় ছিল । কিন্তু এক্ষণে এই পীড়ায় রক্তের অত্যাবশ্যক পদার্থ অর্থাৎ লালাস্করের স্থানত দৃষ্ট হইতেছে, এই অবস্থায় রক্ত মেক্ষণ করিলে ঐ রক্তের আর ও হ্রাস হইৰে । চক্ষের উপরের এবং নিম্নের পাতাদ্বয় স্ফীত, উৰ্দ্ধ ও অধঃশাখা য়্যানসারকাস্থ বা স্ফীত এবং শরীরের বর্ণ মোমের ন্যায়, পালমোনের ইডিম প্রযুক্ত নিশ্বাস প্রশ্বাস হুইজিং বা বজবজে থাকায় যদিও য়্যালবিউমিনস্ ইউরিনের সহিত রক্ত অল্প কি অধিক পরিমাণে দৃশ্য হয়, তথাপি এই লক্ষণ সমুদায়ে রক্তের হ্রাস ও বিকৃতি দেখাইতেছে — যে (মন্দ ) রক্ত