এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
هله চিকিৎসকেরা এই অভিনব মতের কিছুই অবগত নহেন। ভাষান্তর করিতে হইলে যে ভাষার সৌন্দৰ্য সম্পূর্ণ রূপে রক্ষা করা যায় না তাহ সকলেই স্বীকার করিবেন। বিশেষতঃ বঙ্গভাষার অসম্পূর্ণত o এতদ্দেশের চিকিৎসা শাস্ত্রের সহিত বিজাতীয় তৃিৎসা শাস্ত্রের অনৈক্য থাকায় সকল শব্দের প্রতিনিধিস্থংওয়া যায় না, অগত্য পাঠকগণের সহজে বোধগম্য হইবার জন্য স্থানে স্থানে ইংরেজি ও তাহার প্রতিনিধি শব্দ যথাসাধ্য রাখিয়াছি । এই পুস্তক খানি অতিশয় কঠিন, অনুবাদেও ইহার কঠিনতার স্বলপতা হইল না। ফিজিওলজি ও প্যাথলজির অনেকাংশ ইহার মধ্যে সন্নিবেশিত থাকাতে বিলক্ষণ মনোনিবেশ পূর্বক পাঠ না করিলে সহজে বোধগম্য হইবার উপায় নাই। কলিকাতা, - মসজিদবাড়ী ষ্ট্রিট, নং ৭০ ৷ } শ্ৰেীনন্দলাল ঢোল ।