dश्च षः ] বৎসরাজ ও আদিশূর। ১২৫ বৎসরাজ ভারতের পূর্ব সীমান্ত পৰ্য্যস্ত জয় করিতে সমর্থ হইয়াছিলেন। ইনি অবভিন্নাজকে পরাজিত এবং বঙ্গদেশ আক্রমণ করিয়া গৌড়পতি এবং বঙ্গপতি উভয়কেই পরাজিত করিয়াছিলেন এবং উভয়ের রাজছত্ৰ হস্তগত করিয়াছিলেন । ইহার কিন্নুৎকাল পরেই রাষ্ট্রকুটরাজ ধ্রুব শ্ৰীবল্লভ দিগ্বিজয়ে বহির্গত হইয় গুর্জরপতি ৰৎসরাজকে উত্তরাপথ হইতে তাড়িত করেন এবং গৌড়বঙ্গের ছত্ৰদ্ধয় হস্তগত করেন”। এই সমুদয় ঘটনা ৭•৫ শকান্ধের পূর্বেই সংঘটিত হইয়াছিল, কারণ জৈন হরিবংশ প্রণেতা জিন সেন লিখিয়াছেন ( ১ ) :– শাকেৰন্স শতে্যু সপ্তম্ব দিশং পঞ্চে চৰৱেমুক্তরাং পাতীন্দ্রায়ুধ নামি কৃষ্ণনৃপজে প্রবঙ্গভে দক্ষিণামূ। পুৰ্ব্বাং শ্ৰীমদবপ্তি ভূভূতি নৃপে ৰৎসাদি(ঘ)রাজেই পরাং পৌর্য্যাণামৰিমণ্ডলং জয়যুতে বীরে বরাহেহ ৰতি"। অর্থাৎ —৭•৫ শকান্ধে ইন্দ্রায়ুধ নামক রাজা উত্তর দিক শাসন করিতেছিলেন, কৃষ্ণরাজের পুত্র প্রবল্লভ (রাষ্ট্রকুট রাজঞ্জৰ ) দক্ষিণ দিক শাসন করিতেছিলেন, পূৰ্ব্বদিক অবস্তিরাজের শাসনাধীনে ছিল এবং পশ্চিম দিক ৰৎসরাজ কর্তৃক শাসিত হইতেছিল, এবং সৌৰ্য্যগণের রাজ্য ৰীর জর বরাহের শাসনাধীনে ছিল । “কিন্তু যশোবর্ষার স্তায় বৎসরাজকেও শক্রর তাড়নায়, অচিরকাল মধ্যেই গৌড়-বঙ্গ-বিজয়-ফল-সম্ভোগে বঞ্চিত হইতে হইয়াছিল। রাষ্ট্রকূট রাজ ধ্রুব ৰৎসরাজকে নবজিত প্রদেশ নিচয় ত্যাগ করিয়া রাজপুতনার মরুভূমিতে আশ্রয় লইতে ৰাধা করিয়াছিলেন” (২)। ধ্রুবশাসিত গুর্জর (>) Indian Antiqury XV Page 141 and J. R. A. S. 1909 P 253. গৌড়রাজ স্বালা ২৩ পৃষ্ঠা। (২) গোঁড়রাজ মালা ২০ পৃষ্ঠা ; প্রবাসী ১৬১১ অগ্রহায়ণ ২০১ পৃষ্ঠা
পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪৫
অবয়ব