পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] ধৰ্ম্মপালের সময় নিরূপণ। ➢ፃእ গোবিন্দ গুর্জরবংশীয় জনৈক রাজ্যকে পরাজিত করিয়াছিলেন ( ১ )। ঐধর রামকৃষ্ণ ভাণ্ডারকার কর্তৃক আংশিক প্রকাশিত প্রথম অমোৰ বর্ষের তাম্রশাসন হইতে এই পরাজিত গুর্জর পতির নাম নাগভট বলিয়া জানা গিয়াছে। সুতরাং ৮০৮ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই যে তৃতীয় গোবিন্দ গুর্জর রাজ দ্বিতীয় নাগভটকে পরাজিত করিয়াছিলেন, তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। তৃতীয় গোবিন্দ দিগ্বিজয় উপলক্ষে হিমালয়ে উপস্থিত হইলে ধৰ্ম্মপাল ও চক্রায়ুধ তাহার আনুগত্য স্বীকার করিয়া ছিলেন, তাহা পূর্বেই উক্ত হইয়াছে। ইহার পূর্বেই ধৰ্ম্মপাল ইন্দ্রায়ুধকে কান্তকুক্সের সিংহাসন হইতে অপস্থত করিয়া চক্রায়ুধকে প্রতিষ্ঠাপিত করিয়াছিলেন ; এবং এ জন্তই সাগরতল লিপিতে “পরাশ্রয় কৃত স্ফুট নাঁচ ভাব” এই বিশেষণ দ্বারা চক্রায়ূধকে চিহিত করা হইয়াছে। স্বতবাং দেখা যাইতেছে যে, ৮০৮ খৃষ্টাকের পূৰ্ব্বে তৃতীয় গোবিন্ধ গুর্জর প্রতীহার বংশীয় দ্বিতীয় নাগভটকে, পরাজিত করেন ; ইহার পূৰ্ব্বে দ্বিতীয় নাগভট চক্রায়ুধ ও ধৰ্ম্মপালকে পরাজিত করিয়াছিলেন ; ইহারও পূৰ্ব্বে ধৰ্ম্মপাল ইন্দ্রায়ুধকে পরাজিত করিয়া কান্তকুজের সিংহাসনে চক্রাযুদ্ধকে প্রতিষ্ঠিত করিয়াছিলেন এবং ইহারও পূৰ্ব্বে ধৰ্ম্মপাল গৌড়-বঙ্গের সিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন। উল্লিখিত ঘটনা পরম্পরার সমাবেশ ও সামঞ্জস্ত রক্ষা করিয়া ধৰ্ম্মপালের রাজ্যাভিষেক কাল ৮০০ খৃষ্টাব্দ মধ্যে (সম্ভবতঃ ৭৯৫ খৃষ্টাব্দে) নির্দেশ করা যাইতে পারে। তারানাথের মতে ধৰ্ম্মপাল ৬৪ বৎসর (১) "সংখায়াশু শিলীমুখীং স্বসময়াং বাণাসনস্তোপরি প্রাপ্তং বৰ্দ্ধিত বংধুজীব বিত্তবং পল্লাভিযুদ্ধাৰিতং। সন্নক্ষত্র মুদীক্ষ্য যং পরবৃতুং পর্জন্তবদ গুর্জরে লষ্ট: কাপি ভয়াত্তখান সমরং স্বপ্লোপি পশ্বেল্পখা ।" Epigraphia Indica vol VI. pages 242-44.