পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ৷ উৎকলেশ, প্রাগজ্যোতিষপতি ও দেবপাল। ১৯১ স্তম্ভ লিপীতেও উৎকলকুল উৎকিলিত” করিবার কথা পাওয়া যায় (১)। গৌড়রাজমালায় লিখিত হইয়াছে, (২) “ভগদত্তবংশীয় প্রলম্বের প্রপৌত্র জয়মাল বীরবাহু সম্ভবত এই সময়ে প্রাগজ্যোতিষের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। প্রাগজ্যোতিষপতি পরাক্রান্ত গোঁড়াধিপের নিকট নূ্যনত স্বীকার করিয়া, মৈত্রী স্থাপন করিতে বাধ্য হইয়া থাকিবেন। কিন্তু বিনি জয়পালের নাম শুনিয়াই রাজধানী ছাড়িয়া পলায়ন করিয়াছিলেন, সেই উংকলপতি যে কে, তাহ নির্ণয় করা দুঃসাধ্য। খৃষ্টীয় নবম দশম এবং একাদশ শতাদের, অর্থাৎ কলিঙ্গের গঙ্গাবংশীয় রাজা অনন্তবৰ্ম্ম চোড়গঙ্গ ( ১০৭৮-১১৪২ ) কর্তৃক উড়িষ্যা বিজয়ের পূর্ব পর্য্যন্ত, উড়িষ্কার ইতিহাস অন্ধকারাচ্ছন্ন। কলিঙ্গের সঙ্গে উড়িষ্যা সপ্তম শতাঁদে যেমন গৌড়াধিপ শশাঙ্কের এবং অষ্টম শতাব্দে গোঁড়াধিপ হর্ষের পদানত হইয়াছিল, জয়পাল কর্তৃক উড়িষ্য আক্রমণের কাল হইতে উৎকল পতিগণও সম্ভবত সেইরূপ পালরাজগণের পদানত থাকিতে বাধ্য হইয়াছিলেন”। কামরপাধিপতি বনমালের তেজপুর-তাম্রশাসন ও বলবৰ্ম্মার নওগাঁওতাম্রশাসন হইতে হর্জরবংশীয় রাজগণের বংশবিবরণ অবগত হওয়া যায় (৩)। তেজপুর সহরের সন্নিকৃষ্ট ব্ৰহ্মপুত্র-তীরস্থিত পৰ্ব্বতগাত্র লিপিতে নরপতি হর্জরের নাম এবং লিপির সন ৫১০ অব্দ উৎকীর্ণ আছে ( ৪ )। ডাক্তার কিলহৰ্ণ এই অঙ্ক গুপ্তাদ বলিয়া অনুমান ( ১ ) গরুর স্তম্ভ লিপি ১৩ শ্লোক—গৌড় লেখমালা ৭৪ পৃষ্ঠা। (২) গৌড় রাজমালা ২৯ পৃষ্ঠা। (*) J. A. S. B. 1840. Page 766 : J. A. S. B. 1897 Part I Page a৪৪. সাহিত্য পরিষৎ পত্রিকা ১৭ ভাগ—১১৩ পৃষ্ঠা। ( s ) সাহিত্য পরিষৎ পত্রিকা ২০শ ভাগ-১৯• পৃষ্ঠা।