পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ঢাকার ইতিহাস । [২য় খণ্ড প্রদেশ বিধৌত করিয়া গঙ্গানদী প্রবাহিত ছিল, এরূপ অনুমান করিলে গঙ্গারিডর রাজ্য এত ক্ষুদ্র হইয় পড়ে যে, এরূপ ক্ষুদ্র প্রদেশের নরপতির পক্ষে যক্তিসহস্র পদাতিক সৈন্ত প্রস্তুত রাখা অসম্ভব বলিয়াই মনে হয় । বিশেষতঃ অসংখ্য রণকুঞ্জর তৎকালে পূৰ্ব্ববঙ্গেই সুলভ ছিল। বাঙ্গালার যে অংশ ভাগিরথীর পশ্চিমদিকে অবস্থিত, তাহ রাঢ় নামে অভিহিত ; প্রাচীনকালে উহা সুহ্মনামে পরিচিত ছিল। গৌড় রাজমালার গ্রন্থকার যথার্থই লিখিয়াছেন, "গঙ্গারিডয়" রাজ্য যে গপরিচয় রাদেশেই সীমাবদ্ধছিল, এমন মনে হয় না। কারণ wo কেবল রাঢ়দেশের অধিপতির পক্ষে পরাক্রান্ত মগধ বঙ্গ রাজের সহিত প্রতিযোগীতা করিয়া স্বাধীনতা রক্ষা করা সম্ভবপর হইত না। বাঙ্গালার অপর দুইটী বিভাগ, পুণ্ড, ( বরেন্দ্র ) এবং বঙ্গ, নিশ্চয়ই গঙ্গারিডর রাজ্যের অন্তভূক্তছিল।". গঙ্গারিডর রাজ্যের রাজধানী প্রথমতঃ পার্থেলিস নগরে, পরে গঙ্গেনগরে প্রতিষ্ঠিত ছিল ; এই গঙ্গেনগর গঙ্গার মোহনার নিকট অবস্থিত ছিল, এবং এইস্থানে অতি স্বল্প মসলিন বস্ত্র ক্রয় বিক্রয় হইত। গঙ্গানদীর মোহন বলিলে ভাগিরথীর মোহন বুঝাইতে পারেন, পদ্মানীর মোহনাই বুঝিতে হইবে ; কারণ, পদ্মানদীই প্রকৃত গঙ্গা, ভাগিরণী শাখানদী মাত্র। মসলিনের ক্রয় বিক্রয় অতি প্রাচীনকাল হইতে সুবর্ণগ্রামেই সম্পন্ন হইত। । কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গদেশের শ্বেত স্নিগ্ধ ছকুলের গঙ্গে বন্দর বিষয় লিখিত আছে (১)। স্বতরাং গঙ্গেবন্দর সম্ভবতঃ মুবর্ণগ্রামের সন্নিকটেই অবস্থিত ছিল। মোসলমান বিজয়ের পরেও গৌড়, লক্ষ্মণাবতী বা লজৌতি বলিলে পশ্চিমবঙ্গ এবং “বঙ্গ” অথবা “দিয়ার-ই-বঙ্গ” বলিলে জলময় পূর্ববঙ্গ • ) बांकुष.cचठ: विश्; इगूजश्र्.;’ चभिांश १ चषि १ss चः।