বিষয়বস্তুতে চলুন

পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] দ্বিতীয় বিগ্রহপাল | ミ〉ぬ পরেই বিগ্রহপালকে গৌড়রাজ্য ত্যাগ করিয়া বঙ্গে আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল। থাকুবাংেগ্রামে আবিষ্কৃত চন্দের বংশীয় যশোবন্ম দেলের ১•১১ বিক্রমাদে (৯৫৪ খৃঃ অঃ ) উৎকীর্ণ শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে,তিনি গৌড়,কোশল, কাশ্মীর, দ্বিতীয় বিগ্রহপাল । মিথিলী, মালব, চেদী, কুরু, ও গুর্জর রাজগণকে ৯8৫—-৯৭৫ পরাজিত করিয়াছিলেন (১)। সুতরাং ৯৫৪ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই যে গৌড় ও মিথিলা যশোবন্মদেব বা লক্ষবন্মের হস্তগত হইয়াছিল তাহার প্রমাণ পাওয়া যাইতেছে। বিগ্রহপল দশোবন্মার ভয়েই গৌড়দেশ পরিত্যাগ করিয়া নদী-মেখলা-বেষ্টিত পূৰ্ব্ববঙ্গে আশ্রয় গ্রহণ পূৰ্ব্বক অস্থ রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন। মুধু যশোবন্মার ভয়ে নহে, কাম্বোজাম্বয়জ গোড়পতি কর্তৃক আক্রাস্ত হইয়াও তাহাকে গোঁড় দেশের মায় পরিত্যাগ করতে হইয়াছিল। ৮৮৮ শকাব্দে অর্থাৎ ৯৬৬ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই যে কাম্বোজায়জ গৌড়পতি গৌড়দেশ হস্তগত করিতে সমর্থ হইয়াছিলেন, তাছা দিনাজপুর জেলার অন্তর্গত বাণগড় বা বাণগড়ের বিশাল ভগ্নস্তপ হইতে সংগৃহীত এবং দিনাজপুর রাজবাটীর উষ্ঠানে পরিরক্ষিত একটি প্রস্তর স্তস্তের পাদদেশে উৎকীর্ণ লিপির "কুঞ্জর ঘট বর্ষেণ” পদ হইতে জানা গিয়াছে ( ২ )। প্রথম মহীপাল দেবের বাণগড় লিপিতে লিখিত আছে যে, “স্বৰ্য্য হইতে (>) গৌড় ক্রীড়ালতাসিস্থলিত থসবল: কোশল: কোশলানাং নষ্ঠং কাশ্মীর বীর: শিখিলিত মিথিল: কালৰ মালৰানাং । সৗদংসাৰন্তচেদি কঙ্ক তরুধু মরুৎ সংস্করে পূর্জরাণাং তস্নাত্তস্তাং স যজ্ঞে নৃপ কুল তিলক: যশোবর্ষ রাজঃ” । Epigraphia indica Vol I. page 126. ( R ) J. A. S. B. New Series Vol Vis. Page б9о.