পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম অঃ ] ইদিলপুর ও রামপাল লিপি ২৩e হইয়াছে। এই তাম্রশাসন খানি এখনও অপঠিত অবস্থায় ইদিলপুরের কোনও একটি উচ্চশিক্ষিত সন্ত্রান্ত জমিদার-ভবনে রক্ষিত আছে । গঙ্গা মোহন উচার ছাপমাত্রই সংগ্ৰহ করিতে সমর্থ হইয়াছিলেন, কিন্তু মূল তাম্রশাসন খানি বছচেষ্টায়ও হস্তগত করিতে পারেন নাই। রামপাল-লিপির উদ্ধার কর্তী অধ্যাপক প্রযুক্ত রাধাগোৰিঙ্গ বসাক এমৃ, এ । ইহা এখন বরেন্দ্র অনুসন্ধান সমিতি কর্তৃক সযত্নে রক্ষিত হইতেছে। এই প্রশস্তির বিবরণ উক্ত অধ্যাপক মহাশয় কর্তৃক ১৩২০ বঙ্গাব্দের শ্রাবণ এবং ভাদ্র সংখ্যার সাহিত্যে তাম্রফলকের অালোক-চিত্রসহ প্রকাশিত হইয়াছে । এই উভয় লিপিতে এই বৌদ্ধ নৃপতিগণের যেরূপ বংশলত লিপিৰদ্ধ হইয়াছে, আমরা তাহ এস্থানে উদ্ধত করিলাম। ( aisཀག লিপি ) ( རྩེ་ན་རྨིན་། ཨ་ཁས་ স্ববর্ণচন্দ্র স্থবৰ্ণচজ ਾਂ ਾਂ ੋਂ ੇ ধৰ্ম্ম-চক্র-মুদ্র সমম্বিত এই উভয় তাম্র শাসনষ্ট বিক্রমপুর সম্বাৰাসিত জন্মস্কন্ধাবার হইতে প্রদত্ত হইয়াছে। রামপাল লিপির প্রারম্ভে রাজকবি বুদ্ধ, ধৰ্ম্মও সংঘ এই ত্রিরত্বের উল্লেখ করির রাজবংশের বৌদ্ধ মতামুক্তির পরিচয় প্রদান করিয়াছেন। রামপাল-লিপিতে উক্ত হইয়াছে, "চন্দ্রদিগের বংশে পূর্ণচন্দ্র-সদৃশ পূৰ্ণচন্দ্র পৃথিবীতে বিখ্যাত হইয়াছিলেন। প্রতিমার পাদ-পীঠিকাতে সম্ভtনির অগ্রভাগে এবং টঙ্কোৎকীর্ণ নবপ্রশস্তি-সমন্বিত জয়স্তত্বে ও