বিষয়বস্তুতে চলুন

পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম অঃ ] গোবিন্দচন্দ্র বনাম গোবিন্দচন্দ্র । &83 নাম উল্লিখিত হইয়াছে, সুতরাং দণ্ডভুক্তি কখনই বিহার হইতে পারে ন। রাজেন্দ্রচোল উত্তর রাঢ়ের গঙ্গাতীর পর্যন্তই উপস্থিত হইয়াছিলেন, তিনি ষে গঙ্গা উত্তরণ পূৰ্ব্বক অপর তীরেও গমন করিয়াছিলেন, তাহার প্রমাণ প্রাপ্ত হওয়া যায় না ( ১ ) । তরুণলাড়ম্–দক্ষিণরাঢ়। রায়বাহাদুর বেঙ্কয় এবং ডাক্তার হলুদ, “তক্কম লাড়ম্‌” দক্ষিণবিরাট বা দক্ষিণবেরার অর্থে এবং “উত্তিরলাড়মূ" উত্তরবেরার অর্থে গ্রহণ কবিয়াছেন। কিন্তু ওডড বিষয়, বঙ্গালদেশ এবং গঙ্গার সহিত উল্লিখিত দেখিয়া “লাড়"কে রাঢ় অর্থে গ্রহণ করাই সঙ্গত। রাজেন্দ্রচোল দক্ষিণরাঢ়ের রণশ্বরকে পরাজিত করিয়াই বঙ্গদেশ আক্রমণ করিয়াছিলেন । উত্তিরলাড়ম্—উত্তররাঢ়। কোশল বা দণ্ডভুক্তি জয় করিয়া দক্ষিণ বিরাট অভিযান, তথা হইতে যুদ্ধার্থে বঙ্গদেশে আগমন, বঙ্গদেশ হইতে উত্তর বিরাটে গমন এবং তথা হইতে গঙ্গাতীরে প্রত্যাবৰ্ত্তন অসম্ভৰ বলিয়াই প্রতীয়মান হয়। সুতরাং তৰুণলাড়ম্ এবং উত্তরলাড়ম্, দক্ষিণ রাঢ় ও উত্তর রাঢ় বলিয়া গ্রহণ করাই সঙ্গত ( ২ ) । বঙ্গালদেশ–পুৰ্ব্ববঙ্গ । তিরুমলয়ের লিপিতে যে ভাবে প্রথম রাজেন্দ্র চোলের দিগ্বিজয় বৃত্তাস্ত বর্ণিত হইয়াছে, তাহাতে স্পষ্টই প্রতীয়মান হয় যে তিনি উড়িষ্যা, মেদিনীপুরও দক্ষিণরাঢ় হইয়া বঙ্গাল দেশে লব্ধপ্রবিষ্ট হইয়াছিলেন। উত্তর রাঢ়ের মহীপালের সহিত সন্মুখ যুদ্ধের পরেই হউক, বা পূর্কেই হউক, আর অধিক দূর অগ্রসর হওয়া যুক্তি যুক্ত বিবেচনা (3) Pal Kings of Bengal by Babu R. D. Banerjee. (*) Pal Kings of Bengal by R. D. Banerjee.