৯ম অঃ ] আবির্ভাৰ কাল । Ꭶ☾Ꮌ• v ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র প্রশস্তি-রচয়িত ও ভবদেব সখী বাচস্পতিকে প্রসিদ্ধ পণ্ডিত বাচস্পতিমিশ্রের সহিত অভিন্ন মনে করিয়া উহাকে একাদশ শতাদের শেষাংশে স্থাপিত করিরাছেন (১)। কিন্তু র্তাহার এই যুক্তি বিচার-সহ নহে। প্রশস্তি صعیب۔۔ " আবির্ভাব কাল রচয়িতার নাম বাচস্পতি বলিয়াই যে তিনি বাচস্পতি মিশ্রের সহিত অভিন্ন হইবেন, তাহার কোনও কারণ নাই। বাচস্পতি মিশ্র “স্তায় হুচী নিবন্ধ” নামে দ্যায় বাৰ্ত্তিক তাৎপৰ্য্য গ্রন্থের যে টীকা প্রণয়ন করিয়াছেন, তাহাতে “বস্বঙ্ক বসু বৎসরে” বা ৮৯৮ শকাব্দে (৯৭৬ খৃষ্টাব্দে ) উহা লিখিত হইয়াছিল বলিয়া জানা যায় (২ )। সুতরাং বাচস্পতি মিশ্রের আবির্ভাবকাল দশম শতাব্দীর (একাদশ শতাব্দীর নহে ) শেষাংশ বলিয়া প্রতিপন্ন হইতেছে। অক্ষরানুশীলন-তত্ত্ব প্রমাণে ডাক্তার কিলহৰ্ণ এই প্রশস্তির অক্ষরগুলিকে দ্বাদশ শতাব্দীর লিপি বলিয়াছেন (৩ )। প্রত্নতত্ত্ব বিৎ মহারথী (9) “The record was composed by Vacaspati Misra, a distiuguished Pandit, author of many original works and Commentaries. The date of Vacaspati is well-known ; it was about close of the 11th Century.” The Antiquities of Orissa Pages 84–85. (২) “স্কায়স্ট নিবন্ধে সাৰকারী স্বধিরাং মুদে।
- IS"fs fossa war: or i Printed Ed Page 26. (°) * On palaeographical grounds 1 do not hesitate to assign this record...to about A. D. 1zoo.— Epig. Ind. vol. vi P. 205. -