পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 छांकांद्र हैडिशन । [ ২য় খণ্ড বেৰী বৌদ্ধরাজার ব্রাহ্মণ নিৰ্য্যাতনের স্পছ দেখিতে পাইলেন। ফলে ব্রাহ্মণসমাজ অশোকের এই অনুশাসনে সন্তুষ্ট হইতে পারিয়াছিলেন না। পরে আবার যখন সম্রাট “দও সমতা” ও “ব্যবহার সমস্তা” রক্ষার জন্ত অনুশাসন প্রচার করিলেন, তখন ব্রাহ্ম-সমাজ অভ্যন্ত বিচলিত হইয়া উঠিল । ইহার উপর অশোক ব্রাহ্মণদিগের আধিপত্য ও মাহায্যের মূলে কুঠারাঘাত করিয়া "ধৰ্ম্ম মহা মাত্র” নামে একটি নুতন পদের স্বাক্ট করিলেন। ইহান্তে সামাজিক ও নৈতিক ধৰ্ম্ম সম্বন্ধীয় যে সমুদয় বিধি ব্যবস্থা পূৰ্ব্বে ৰাক্ষণদিগের হস্তে স্তস্ত ছিল, তৎসমুদ্ৰয়ের ভার এখন তাহাদিগের হস্তচু্যত হইয়া পড়িল । ফলে, ব্ৰাহ্মণ-সমাজে বিদ্বেষ-পত্ত্বি প্রজ্জ্বলিত হইয়া উঠিল । কিন্তু অশোকের জীবিত্তকাল মধ্যে র্তাহার কোনও উচ্চবাচা করিতে সাহসী হন নাই । কিন্তু তাছাল মৃত্যুর পর হীন-বল মৌর্য্যরাজগণের শাসনসময়ে তাহার মৌর্য্যরাজের প্রধানসেনাপতি পুস্তমিত্রকে রাজত্বের প্রলোভনে মুগ্ধ করিয়া রাজার বিরুদ্ধে উত্তেজিত করিয়া তুলিল। এই সময়ে গ্রীকের মধ্যে মধ্যে ভারতের পশ্চিম প্রান্ত আক্রমণ করিভ । একবার তাহাদিগকে পরাজিত করিয়া পুষ্যমিত্র যখন পার্টলীলুত্রে প্রত্যাবর্তন করিলেন, তখন মৌর্য্যাধিপ বৃহদ্রণ তাহার অভ্যর্থনার্থ নগরের বাহিরে এক বিরাট সৈন্ত প্রদর্শনীর ব্যবস্থা করিয়াছিলেন । উৎসবের মধ্যে হঠাৎ একটি শর রাজার ললাটদেশ বিদ্ধ করিল, এবং তৎক্ষণাৎ রাঙ্গ বৃহত্রণ পঞ্চস্থ প্রাপ্ত লইলেন। ব্রাহ্মণ্যধর্শ্বের ভক্ত সেবক পুষ্যমিত্র এইরূপে মৌর্য্যবংশের বিলোপ সাধন করিয় ভারতের সিংহাসন হস্তগত করিতে সমর্থ হইয়াছিলেন। মালবিকাশ্নমিত্র পাঠে জানা যায় যে, পুষ্যমিত্র সন্তগণ সg পাটলীপুত্রে অবস্থান করিয়া ভীয় পুত্রকে বিসিার সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। এই সমুদয় বিপ্লবের মূলে ব্রাহ্মণদিগের প্রভাব পরিলক্ষিত হইয়া থাকে ; কারণ ইহার অব্যবহিত পরেই ব্রাহ্মণ্য বর্ণের প্রক্রিয়া আরম্ভ হইল। যেখান হইতে অহিংসাধৰ্ম্ম বিঘোষিত হইয়াছিল, অশোকের রাজধানী