পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిసి8 ঢাকার ইতিহাস। { ২য় খণ্ড এই অতীতাদ” ( ১ )। "আমাদের ঘরের দলিল দুইখানির একখানি ১১৫১ বাঙ্গাল ও ৫৪৩ পরগণাতি তারিখ যুক্ত এবং অপর খানি ১১৫৮ বাঙ্গালী এবং ৪৫৪ পরগণাতি তারিখযুক্ত ৷ ইহার যে কোন তারিখ লইয়া গণনা করিলেই দেথা যায় যে পরগণাতি সনের আরম্ভ ১২০০ – ১২০১ খৃষ্টাব্দে। কাজেই দেখা গেল যে ইহা লক্ষ্মণ সেনের রাজ্যাবসান বৎসর হইতে গণিত হইতেছে” (২) । ঐযুক্ত যোগেন্দ্রনাথ গুপ্ত লিথিয়াছেন” বিশ্বন্ধপের শাসন সময়ে বিক্রমপুরের শাসন-শৃঙ্খলা ও কর আদায়ের সুবিধার্থ তিনি একটা সন প্রচলিত করেন, অদ্যাপি শতাধিক বর্ষের প্রাচীন দলিলে সেই সনের উল্লেখ দৃষ্ট হয় (৩)। পাদটীকায় লিখিত হইয়াছে “মোগল শাসনের সময় এই সনই বিক্রমপুরের সর্বত্র পরগণাতি সন নামে উল্লিখিত হইত” ( ৪ ) । গত ১৩২০ বঙ্গাব্দের শারদীয় অবকাশের সময় বন্ধুবর ঐযুক্ত নলিনীকান্ত ভট্টশালী এবং আমি বিক্রমপুরের অন্তর্গত আবদুল্লাপুরের আখড়ায় পুরাতন পুথির স্তপের মধ্যে “সপ্লাধ্যায়” নামক একখানি ক্ষুদ্র প্রাচীন খণ্ড পুখি দেখিতে পাইয়াছিলাম। এই পুর্থীর শেষপাতায় লিখিত আছে —“রচিল নারায়ণে ॥ ইতি স্বপ্ন অধ্যায় পুস্তক সমাপ্ত ॥ ইতি সন ১১৭৬ সন তারিখ ২২ ভাদ্র, রোজ মঙ্গলবার রান্ত্রি দুই ডগু গত কালে মোকাম ইএবত নগরেয় গোলাতে বসিয়া সমাপ্ত ইতি ॥ ভিমস্তাপি বণে ভঙ্গ মুনিনাঞ্চ মতিভ্রম যথা দিষ্টং তথা লিখিতং লেখক নাস্তি দোসকঃ । স্বকীয় পুস্তক মিদং প্রযুগল কিশোর দাষক ॥ সন বলালি ৫৭• সকাল ( ১ ; গুহয় ১৩২•, ফাঙ্কন, e২৬ পৃষ্ঠা। (২ ) প্রতিষ্ঠা ১৩১৮, ৯ম সংখ্য, ese পৃষ্ঠা । (৩) ৰিক্রমপুরের ইতিহাস, so পৃষ্ঠা। ( e ) বিক্রমপুরের ইতিহাস, as পৃষ্ঠা।