পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८ग्न छ: J গুপ্ত সাম্রাজ্য । w9:) বীণাপাণি মূৰ্ত্তি অঙ্কিত হইয়াছিল। সমুদ্রগুপ্ত যে কেবলমাত্র অসাধারণ বীর, যোদ্ধা ও রাজনীতি বিশারদ ছিলেন, তাহা নহে ; পরন্তু কাব্য এবং সঙ্গীতালোচনায় ও তাহার যথেষ্ট অমুরাগ ছিল। তিনি বহু সঙ্গীতজ্ঞ এবং কাব্যামোদী ব্যক্তির আশ্রয় স্থল ছিলেন। অনেক সময়ে রাজ সভায় অধিষ্ঠিত থাকিয়া ধৰ্ম্ম ও শাস্ত্র সম্বন্ধীয় ফুট তর্ক বিতর্কেও সময় অতিবাহিত করিতেন। কোনও কোনও পাশ্চাত্য ঐতিহাসিক তাহাকে ভারতীয় নেপোলিয়ান বলিতেও কুষ্ঠিত হন নাই। তাহার মৃত্যুর বৎসর স্থিররূপে নিৰ্দ্ধারিত না হইলেও তিনি যে প্রায় পঞ্চাশত বৎসর কাল পর্য্যন্ত শাসন দণ্ড পরিচালনা করিয়াছিলেন তদ্বিষয়ে সন্দেহ নাই। মৃত্যুর পূৰ্ব্বে তিনি মহিষী দত্তদেবীর গর্ভজ পুত্র চন্দ্রগুপ্তকে তদীয় সিংহাসনের উত্তরাধিকারী নিৰ্ব্বাচিত করিয়া যান। আনুমানিক ৩৭৪ খৃঃ অশে, মহারাজ সমুদ্র গুপ্তের পরলোকান্তে তীয় পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে আরোহণ করেন। তিনি s১৩ খৃং অন্ধ পর্যন্ত শাসন ও পরিচালনা করিয়াচন্দ্রগুপ্ত (২য়)। ছিলেন। পিতামহের নামানুসারে ইহার নাম চন্দ্রগুপ্ত রাখা হইয়াছিল । ইতিহাসে ইনি দ্বিতীয় খৃঃ পঃ ৩৭৫-৪১৩ চন্দ্রগুপ্ত নামে পরিচিত। সিংহাসনে আরোহণের কিয়ংকাল পরে ইনি “বিক্রমাদিত্য” উপাৰি গ্রহণ করিয়াছিলেন। তদীয় ইতিহাস আলোচনা করিলে তাহার এই উপাধি গ্রহণ সার্থক হইয়াছিল বিবেচিত হয়। ইনি পিতার শৌর্ধ্যবর্ঘ্য এবং যুদ্ধ প্রিয়তায় ও উত্তরাধিকারী হইয়াছিলেন । निघ्नौब्र निकफेदउँ शिश्रिब्रोगैौ नामक शान अवश्ऊि ७कठि cगोरखण्ड। "ध्त्र” नामाक्षइ यक्जन बूलिब्र ििबद्र कोश्नौि ७९कैौर्ष अश्विेश्। এই লিপিতে উক্ত হইয়াছে, তিনি বঙ্গদেশে সমরে দলবদ্ধ শত্রুদিগকে