পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 ঢাকার ইতিহাস । [ २ग्न ४७ ।। শুশুনিয়া-শিলালিপিতে পুষ্করণ বা পুষ্করণ নামক দেশের উল্লেখ রহিয়াছে। মহামহোপাধ্যায় প্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় ভট্ট ও চারণ গণের গ্রন্থে বর্তমান মারোয়াড় রাজ্যের কিয়দংশের প্রাচীন নাম পোকরণা বা পুষ্করণ বলিয়া উল্লিখিত রহিয়াছে, দেখিয়াছেন। কতিপয় বৎসর অতীত হইল পূজ্যপাদ শাস্ত্রী মহাশয় মালবদেশের মন্দসোর নগরে একখানি খোদিত লিপি আবিষ্কার করিয়াছিলেন এবং তাহারই সাহায্যে গুগুনিয়ার খোদিত লিপির রহস্তভেদ করিতে সমর্থ হইয়াছেন। উক্ত ‘খোদিত লিপি হইতে জানাযার, ৪৬১ বিক্রমান্ধে বা ৪৯৪ খৃঃ অব্দে দশপুরে (মন্দসোরে ) জয় বৰ্ম্মার পৌত্র, সিংহ বৰ্ম্মার পুত্র নরবন্ধ নামক একজন নৃপতি বর্তমান ছিলেন। গুপ্ত বংশীয় সম্রাট কুমার গুপ্তের সামন্ত রাজা মালবাধিপতি বন্ধুবৰ্ম্ম, নরবর্ধার বংশ সস্তুত। সুতরাং মনসোর-লিপি এবং শুশুনিয়ার খোদিত লিপি পাঠে স্পষ্টই প্রতিপন্ন হয় যে মালবরাজ সিংহ বর্ষার পুত্ৰ শুশুনিয়ার খোদিত লিপির লিখিত পুষ্করণাধিপতি মহারাজ চন্দ্রবন্ধ । সম্রাট সমুদ্র গুপ্ত দিগ্বিজয় কালে এই চক্ৰ বৰ্ম্মাকে পরাজিত করিয়াছিলেন (১)। সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের অব্যবহিত পূৰ্ব্বে চন্দ্ৰবৰ্ম্ম দিগ্বিজয় মানসে বঙ্গদেশে উপনীত হইলে বঙ্গবাসীগণু সমবেঙ্ক হইয়া তাহাকে আক্রমণ করিয়াছিল । সম্ভবতঃ তৎকালে গুপ্তবংশীয় প্রথম সম্রাট, প্রথম চন্দ্রগুপ্ত অথবা তীয় পিতা মহারাজ ঘটোৎকচ চক্ৰবৰ্ম্মার নিকট পরাজিত হইয়াছিলেন এবং শুশুনিয়া পৰ্ব্বতে তদীয় দিগ্বিজয় কাহিনী লিপিবদ্ধ করিয়াছিলেন ; পরে, মহারাজ সমুদ্রগুপ্ত চক্ৰবৰ্ম্মাকে পরাজিত করিয়া তাহার কনিষ্ঠ ভ্রাত নৱবৰ্ম্মাকে সিংহাসন প্রদান করিয়া ছিলেন । SSDDDD DDB BDDD BBBB BBBB BB BB BBBB DD DBBBB rनको*ारईबाब थगणरुर्बtष६ उ यजार नरव्"।