পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४म्न अ: ] নদনদীর গতি পৰিৱৰ্ত্তন। tఫి छूतृप्नश्वग्न अ-शनैौत्र क्षिगडौ ७वः यशैन शनिगरि पूd ইহ প্রতীয়মান হয় যে, পূৰ্ব্বে ভুবনেশ্বর নামে একটা নদী জাফরগঞ্জের কিঞ্চিৎ উত্তর দিক হইতে আসিয়া তেওঁত গ্রামের পার্থদেশ দিয়া দক্ষিণপূর্ব দিকে প্রবাহিত হইত। ফরিদপুর জেলার ভুবনেশ্বর নদীটী এই নদীরই নিম্নাংশ হওয়া অসম্ভব নহে। টেইলার সাহেবের টপোগ্রাফি গ্রন্থ পাঠেও ইহা উপলব্ধি হইয়া থাকে। মেজর রেশেল সাহেবের জরীপ সময়েও এই নদীর অনেক পরিবর্তন সংসাধিত হইয়াছিল। পানী ফরিদপুরের পশ্চিমদিক খাতট পরিত্যাগ করিয়া জাফরগঞ্জ পর্যাস্ত প্রবাহিত হইত এবং এখান হইতেই ধলেশ্বরীনদীর উদ্ভব হয়। রেভিনিউ সার্ভে ম্যাপে “মরা পদ্মা” বলিয়া ফরিদপুরের পশ্চিমাংশস্থিত পদ্মার প্রাচীন প্রবাহের উল্লেখ পরিলক্ষিত হইয়া থাকে। পদ্মানীয় এইরূপে উত্তরবাহিনী হইবার গ্ৰয়াস পাওয়ার সময়ে ব্ৰহ্মপুত্রনদের অভূতপূৰ্ব্ব পরিবর্তন সাধিত হইয়াছিল। এই পরিবর্তনের ফলে পশ্চিম ও দক্ষিণ ঢাকার ভয়ানক পরিবর্তন ঘটে। ব্ৰহ্মপুত্রের স্রোতে-বাহিত পলি মাটি দ্বারা দেওয়ানগঞ্জ ও ভৈরববাজার এতদুভয় স্থানের মধ্যবর্তী ভূমি উচ্চতা প্রাপ্ত হইয়াছিল । ফলে ব্ৰহ্মপুত্রের প্রবাহ ক্রমশঃ সরিয়া পড়িতে লাগিল। এইরূপ পুনঃ পুনঃ প্রবাহ পরিবর্তনের ফলেই যমুনার উদ্ভব হইয়াছে। প্রথমতঃ बक्रशूद्ध शहेरठ छायांगभूब्रञ्च निरुर शहैौ क्रूण cवाडवउँौब्र कँडर ইয়। এই দুইট প্রবাহ জামালপুরের ১৪ মাইল দক্ষিণে সম্মিলিত হইয়া যমুনা নাম ধারণ করিয়াছে। এই সম্মিলিত প্রবাহ ৫• মাইল • cुरजङ्ग प्रांत्र द्धि अिद्देदा !