পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] বন । >ቁ দিক হইতে এই গণ্ডশৈলমাল ক্রমশঃ নিম্নতা প্রাপ্ত হইয়া আড়িয়ল থী নদী পর্যন্ত পূৰ্ব্বদিকে গ্রসারতা লাভ করিয়াছে (১)। সাম-বংশীনদীকে এই বনভূমির পশ্চিম সীমা বলা যাইতে পারে। উত্তর ও পূৰ্ব্ব সীমায় ব্রহ্মপুত্রের প্রাচীন খাত এবং আড়িয়লথ নদী। দক্ষিণ সীমা বুড়িগঙ্গা নদী। নদরাজ ব্ৰহ্মপুত্র যৎকাল পৰ্য্যন্ত এই জেলার পশ্চিমদিকে সরিয়া যাইয়া গোয়ালনের নিকটে পদ্মার সহিত মিলিত না হইয়াছিল, এবং বুড়িগঙ্গানদী ধলেশ্বরীর শাখা নদীতে পরিণত হইয়া সাভার ও ফুলবাড়িয়ার মধ্যস্থিত বানার নদীর অংশ আত্মসাৎ করিতে না পারিয়াছিল, তৎকাল পর্য্যন্ত ব্ৰহ্মপুত্রের শাখানদীদ্বয় দ্বারাই মধুপুর গড়ের সীম সংরক্ষিত ছিল। পূৰ্ব্ব দিকস্থ প্রাচীনতম প্রবাহটা এই গড়ের উত্তর ও পূৰ্ব্ব সীমা রক্ষা করিত, এবং বানার নদী পশ্চিম ও দক্ষিণ দিকে প্রবাহিত থাকিয় সমতলভূমি হইতে ইহার বিচ্ছিন্নতা সম্পাদন করিত। ব্ৰহ্মপুত্রের “বদ্বীপ” এর স্তায় পরিলক্ষিত হইলেও প্রকৃত পক্ষে ইহা তদন্তৰ্গত নহে (২ )। ভূতত্ত্ব-এই বন ভূমির মৃত্তিকার প্রথম স্তর অতিশয় কঠিন ও রক্তবর্ণ। ইহাতে যথেষ্ট পরিমাণে লৌহের সংমিশ্রণ আছে, কিন্তু বালুকার একান্ত অভাব পরিলক্ষিত হইয়া থাকে। প্রথম স্তরের নিয়ের এক অংশ রক্তবর্ণ বালুক পরিপূর্ণ। ভূতত্ত্ববিৎ পণ্ডিতগণ ঐ বালুকারাশি অজয় ও বরাকর নদের তলভাগস্থ বালুকায়াশির অনুরূপ বলিয়া সিদ্ধান্ত করেন। বিন্ধ্যপৰ্ব্বতস্থিত বালুকারাশি ও মধুপুৰ গড়ের মৃত্তিকামিশ্রিত বালুকারাশির তুল্য, ইহা পরীক্ষিত হইয় প্রমাণীকৃত ( * } Vide Mr. A. C. Sen's Report, ( e ) Vide Mr. A. C. Sen's Report. o