পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SN

  • ब्रॉनेि शमन कब्रिग्नांशिगन। यहे खगांवं★सणि मtश ७की शांमल, শিবের ও অন্য একটা y অনন্তদেবের নামে উৎসর্গ করিয়া ছিলেন। কীৰ্ত্তিনারায়ণ তীয় বাড়ী প্রকাও ইষ্টকালয়ে পরিণত করেন। তন্মধ্যে একটী অট্টালিকা “সাহানিয়া” নামে খ্যাত। ইহার দৈর্ঘ্য ৫৭ হস্ত, প্রস্থ ৪১ হস্ত এবং উচ্চতা ২০ হস্ত হইবে। ভিতরের দেওয়ালে ও ছাদে নানাবিধ সুদৃগুকারুকার্য ছিল। এতদ্ব্যতীত “রংমহল ও "কমলাসন” নামে দুইটী স্বরমাছৰ্ম্ম্যের বিষয়ও অবগত হওয়া যায়।

তারপাশার “মহাশয় গণ” বিবিধ সাধু অনুষ্ঠান দ্বারা প্রতিষ্ঠা ভাজন হইয়া সৰ্ব্বসাধারণের নিকটে “মহাশয়” এই সন্মান স্বচক উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। মহাশয়গণের আবাসবাট সুরম্য হৰ্ম্মরাজিতে পরিশোভিত ছিল । তাহাদিগের বাসভবন বহু খণ্ডে বিভক্ত ছিল। বাটীর চতুর্দিকে এক স্বপ্রশস্ত প্রাকার বিদ্যমান ছিল। তন্মধ্যে বাটস্থ পুরুষগণ ব্যতীত অপরের প্রবেশলাভ নিধিদ্ধ ছিল । মহাশয়গণের কীৰ্ত্তিকলাপ কীৰ্ত্তিনাশার কুক্ষিগত হইয়া স্বপ্নের বিষয়ীভূত হইয়া পড়িয়াছে। কালীপাড়ার পূর্ব নাম ছিল কাওলীপাড়া বা কাপাণিকপাড়া। বহু পূর্বে ঐ স্থান কাপালিকগণের বাসস্থান ছিল বলিয়া উহ। কাপালিকপাড়া নামে অভিহিত হইত। কালীপাড়ার জমিদারবংশের পূর্বপুরুষ রামচরণ, বন্ধ্যোপাধ্যায় মহাশয় চাচরপাশা গ্রাম হইতে ঐ স্থানে বাস স্থাপন করিয়; উহাকে কালীপাড়া আখ্যা প্রদান করেন । এখানে জয়কালী নাম্নী এক মৃথ্বী কালীমূর্তি প্রতিষ্ঠিত ছিল। কালীপাড়। বহুদিন হইল পদ্মাগর্ভে বিলীন হইয়াছে। প্তামসিদ্ধি গ্রামে একটী উচ্চ মঠ প্রতিষ্ঠিত আছে। বিক্রমপুরের भtश अछ cकांशां७ ७ठ वड़ भर्ट फांद्र नाहे । uहे भा?ग्न रुङ्गकांई e স্থাপত্যকৌশল অতি মুনীর।