পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ অঃ } वििक्ल । እNo शशुम-श्रांयां, वॉद१७ उॉय यांनहे भगगैौन यखएउब्र ऐभयूख् সময়। একখান ডুরিয়া বা চারখানা মসলীন প্রস্তুত করিতে প্রায় দুষ্ট মাস কাল অভিবাহিত হইত। সৰ্ব্বোৎকৃষ্ট মলমল খাস অথবা সরকার আলি অৰ্দ্ধ থান বয়ন করিতে ৫/৬ মাস কাল লাগিত। উগর মূল্য ৭•২৮০ টাকা অবধারিত ছিল। মসলিনঞ—“জগত প্রসিদ্ধ স্বল্প ও মুচিকুণ কার্পাল বস্ত্র। ইংরেজ বণিকগণ মান্দ্রাজ প্রেসিডেন্সীর মছলীপত্তন বনার হইতে পূৰ্ব্বে মসলিন লইয়া যাইত। তাহাদের বিশ্বাস, মছলী বা মসলী অথবা অপভ্রংশ মসলিয়া শব্দ হইতে স্থান মাহাত্মা-জ্ঞাপনার্থ এই স্বশ্ন বস্ত্রের নামকরণ হইয়াছে । আবার কেহ কেহ বলেন, ভূর্কের সুলতান বা প্রাচীন খালিফাগণ স্ব স্ব ভোগ সুথ চরিতার্থ করিবার উষ্ঠ বহুপূৰ্ব্ব কাল হইতে এই যুগ্ম ও মুচিকণ বস্ত্র শিরস্ত্রাণ প্রভৃতি পরিচ্ছদৰূপে ব্যবহার করিতেন । মোসলমান বণিকগণ ঢাকা জেলার প্রস্তুত প্রসিদ্ধ মলমল বস্ত্র ভূর্কের রাজধানী মোসল নগরে লষ্টয়; যাইত। পরে ঢাকার তত্ত্ববায়ুসমিতির অবনতি বা হ্রাস নিবন্ধন হউক, আর পর্তুগীজাদি জলদস্যর প্রভাবেই হউক ঢাকাই মলমল বস্ত্রের প্রসার কমিয়া যায়। সেই সময়ে সৌখিন তুর্কগণ মোসল নগরে স্বশ্ন মলমল বস্ত্র বয়নের চেষ্টা করে । মোসলের স্বাক্ষ্মতম কার্পাস বস্ত্র গুলি মোসলী বা মসলিন আখ্যায় অভিহিত হয় । বিভিন্ন প্রকারের মলমল এখানে প্রস্তুত হইত বলিয়া অবগত হওয়া যায়। নিম্নে কয়েকটীর বিবরণ প্রদত্ত হইল ।

  • Eng. Cyclo. Art and Science vol III. p. 851.

姆 বিশ্বকোষ।