পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ ৰ ] এাতিক কিৰ। גרא দিয়াছিল। ১৭৮৬ খৃঃ অন্ধে বর্ষার প্রারম্ভেই মেঘনাদের উচ্চশিত ৰাৱিরাশি সমগ্র দেশ প্লাবিত করিয়াছিল। ফলে, বহু লোকের বাড়ী ঘর এবং শস্তাদি ধ্বংসমুখে পতিত হয়। এই প্লাবনের ফলে ১২• খানা পরগণা ও তালুক ক্ষতিগ্রস্থ হইয়াছিল ( ১ )। ঢাকার তদানীন্তন কালেক্টর ও ম্যাজিষ্ট্রেট ডে গাছেৰ এই জলপ্লাবন এবং উহার সহচর মুর্ভিক্ষের যে বিবরণী লিপিবদ্ধ করিয়াছেন, তৎপাঠে বিস্থিত ও স্তম্ভিত হইতে কয়। তিনি লিখিয়াছেন, “এই জলপ্লাবনে স্বধু শঙ্গরি অনিষ্ট ঘটিলে তাহার ক্ষতিপূরণ অনতিবিলম্বে করা সাধ্যায়ত্ব ছিল, কিন্তু জনসাধারণের যাবতীয় দ্রব্যাদি ও পখাদি ধ্বংসমুখে পতিত হওয়ায় তাহার বাড়ীম্বর পরিভাগ করিয়া অঙ্গর আশ্রয় গ্রহণ করিতে বাধা হইয়াছিল। ফলে সমগ্র দেশ জনশূন্ত ছটা পড়িল, কৃষিকর্ষণ করিবার লোকের অভাবে প্রায় সমৃদর জীষ্ট পতিত অবস্থায় পড়িালি”। ১৭৮৭-৮৮ খৃঃ অব্দের বস্তার বিষয় ডাক্তার টেষ্টলার লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। এবারকার বঙ্গস্রোতঃ ভীষণভর মূৰ্ত্তিতে অবতীর্ণ ইয়াছিল। তিনি লিথিয়াছেন “মার্চ মাসের প্রাঙ্গুম্ভেই বাঞ্জিপতন আরম্ভ হয়, এবং জুলাই মাসের মধ্যভাগ পর্যাস্তু বরুণদেৰ মুষলধারে বর্ষণকাৰ্য্য কবিয়া স্বীয় কৰ্ত্তবানিষ্ঠার পরিচয় প্রদান করেন। ফলে, নীল অত্যৰ স্ফীত হক্টর উচ্ছ,সিত প্রবালে তটভূমি প্লাবিত করিয়া ফেলে। ঐন্ধপ ভীষণ জলপ্লাবন অতি বৃদ্ধ ব্যক্তিরাও পূৰ্ব্বে প্রতাক্ষ করেন নাই । অস্তান্ত জলপ্লাবনে ঢাকাসঙ্কর ভেনিসের আকার ধারণ করে। কিন্তু এই বস্তাশ্রোতঃ সহরের বক্ষোদেশের উপর দিয়াই চলিয়াছিল। ফলে, সহরের রাস্তার উপর দিয়াই তন্ত্ৰণী (*) See Dr. Taylor's Topography of Dacca, Page 3ol.