পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

རེ།༽ দেখিয়া যাইতে পারিলেও অনেকটা জাখস্ত হইতে পারিব। ভগবানের -কৃপায় এবং তাহার আশীৰ্ব্বাদে আজ র্তাহার স্নেহ-বারিশিঞ্চিত তরুর প্রথম স্তবকটি যে লোক লোচনের গোচরীভূত করিবার অবসর প্রাপ্ত হইয়াছি, তাহাই আমার পরিশ্রমের সর্বপ্রধান পুরষ্কার বলিয়া মনে করি। e অল্লের সংস্থান জন্ত চিরজীবন দাসত্ব করিয়া ইতিহাসের বন্ধুর পথে অগ্রসর হওয়াত দূরের কথা, অবসর মতে সাহিত্য চর্চায় মনোনিবেশ कब्रां७ cष किङ्गश रुनि दाभाद्र उांश छूख्रडांशै। भारजहे अदर्शठ আছেন। কিন্তু এই বিষয়ে আমি নিজকে কতকটা সৌভাগ্যশালী বলিয়া মনে করি। বিক্রমপুর পশ্চিমপাড়া নিবাসী কলিকাতা হাইকোর্টের অন্যতম স্বপ্রসিদ্ধ বারিষ্টার, দেবোপম-চরিত্র ঐযুক্ত বি, এম, চাটার্জি মহোদয়ের আশ্রয়ে একটি বড় ষ্টেটের তত্ত্বাবধানের ভার গ্রহণ করিয়াও ইতিহাস আলোচনার অনেকট অবসর প্রাপ্ত হইয়াছি; এবং তাহার প্রকাও পুস্তকাগার হইতে বহু দুপ্রাপ্য গ্রন্থ যদৃচ্ছাক্রমে ব্যবহার করিতে পাইয়াছি। বস্তুতঃ এই মহাত্মার অমায়িক ব্যবহার, উৎসাহ, এবং সাহায্য প্রাপ্তি না ঘটলে আমি এই গ্রন্থ প্রণয়ন করিতে কখনও সক্ষম হইতাম কিনা সন্দেহ। ইহার স্নেংখণ আমার পক্ষে অপরিশোধনীয়। ১৮৯২ খৃঃ অন্ধে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর অমুমতানুসারে আপীল আদালত ও লাকুটি জজগণ কর্তৃক এই জেলার প্রাচীন কীৰ্ত্তি সমূহ #tat: cti: etti “East Indian Affair" atas ditq &w জঞ্জদিগেররিপোর্ট প্রকাশিত হয়। পরে ১৮১৭ খৃ: আম্বে কতিপয় ইংরেজবন্ধুর আগ্রহাতিশয্যে ঢাকার তদানীন্তন নায়েব নাজিম নবাব নসরৎজঙ্গ -বাহাদুর পারস্ত ভাষায় “তারিখ-ই-নসরৎজঙ্গ-ই” নামক গ্রন্থ রচনা করেন নলৱৎজদের মৃত্যুর পরে তীয় জারজবেগির পুত্র সৈয়দ আবদুল গণি