পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ملي 3 উপরোক্ত গ্রন্থকার ও লেখক দিগের নিকটে আমি ঋণ পাশে আবদ্ধ । আছি। এতদ্ব্যতীত, ৮ অম্বিকাচরণ ঘোষ প্রণীত “বিক্রমপুরের ইতিহাস” ঐযুক্ত স্বরূপচন্দ্র রায় প্রণীত “সুবর্ণগ্রামের ইতিহাস,” ঐযুক্ত যোগেন্দ্র নাথ গুপ্ত প্রণীত “বিক্রমপুরের ইতিহাস ; এবং“ভাওয়ালের বিবরণী” ও “মসনদ আলি ইতিহাস” প্রভৃতি গ্রন্থ হইতে যথেষ্ট্র সাহায্য পাইয়াছি। পাটন কলেজের ইতিহাসের অধ্যাপক, প্রেমচাঁদ রামচাদ বৃত্তিভূক্ত মুহম্বর ঐযুক্ত ৰঘুনাথ সরকার এম, এ, মহোদয় বিলাতের বোডলিয়ান লাইব্রেরী হইতে ঐতিহাসিক সিহাবুদিন তালিস কৃত “ফাতইয়া-ইইব্রিইয়া” নামক পারসী গ্রন্থ সংগ্ৰহ করিয়া উহার অনুবাদকার্য্য সমাধ। করিয়াছেন। উক্ত অনুবাদের পাণ্ডুলিপি বন্ধুবর আমাকে যদৃচ্ছ ব্যবহার করিতে দেওয়ায় সায়েস্তার্থ ও মীরজুলোর শাসন সময়ের অনেক অভিনব তথ্য সংগ্ৰহ করিবার সুযোগ পাইয়াছি। এজন্ত র্তাহার নিকটে আমি চিরকৃতজ্ঞতাপাশে আবদ্ধ রহিলাম। অন্তান্ত যে যে গ্রন্থ হইতে সাহায্য প্রাপ্ত হইয়াছি তাহ যথা স্থানে এই গ্রন্থের পাদটীকায় উল্লেখ করিয়াছি। আমার পরমাত্মীয় ইমান মনোরঞ্জন গুপ্ত ও ঐযুক্ত বসন্তকুমার দাশগুপ্ত, আমার সতীর্থ প্রযুক্ত রেবতীমোহন দেন, ও ঐযুক্ত যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায় স্বতঃ প্রবৃত্ত হইয়া এই পুস্তকের জন্স আলোক চিত্রাদি । তুলিয়া দিয়া আমার যথেষ্ট উপকার সাধন করিয়াছেন। অপর পরমাত্মীয় শ্রমান বীরেন্দ্রনাথ সেন বি, এ, এই গ্রন্থের প্রায় আস্তোপান্ত প্রফ সংশোধন করিয়া দিয়াছেন ; বলা বাহুল্য তাহার এবম্বিধ সাহায্য না পাইলে গ্রন্থ প্রকাশিত হইতে আরও অনেক বিলম্ব ঘটিত । মুদ্রাঙ্কন আরম্ভ হইলে বালিয়াদির স্বপ্রসিদ্ধ জমিদার ত্রযুক্ত কাজিম উনি সিদিকী চৌধুৰী, খান বাহাদুর ত্রযুক্ত সৈয়দআওলাদ হোসেন / স্বহৃদ্ধর ঐযুক্ত বিধুভুষণ চট্টোপাধ্যায় বি, এ, ঐযুক্ত দক্ষিণারঞ্জন মিত্রমজুম