এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
ওগো মনোচোর! মনের মানুষ!
কেন তুমি চঞ্চল?
চিরদিন কি হে নিরাশ করিবে
চিরদিন নিষ্ফল?
স্তম্ভিত হই, নিশ্বাস ফেলি।
পূর্ব্বের কথা স্মরি,
কহে ঝিন্দ, তবু দেখা নাই,
বিরলে ঝুরিয়া মরি।
ঝিন্দন্।
‘তাজা-বে-তাজা’
গাও, কবি! গাও, কর বিরচন
তাজা তাজা গান, কবিতা নূতন;
আঙুরের রসে ভিজে যাক্ মন,
তাজা! তাজা! তাজা! নূতন! নূতন!
পুতলীর মত রূপসীর সাথে,
হাসিমুখে এসে বস গো ছায়াতে;
আদায় করিয়া লহ চুম্বন,
তাজা! তাজা! তাজা! নূতন! নূতন!
৯৩