বিষয়বস্তুতে চলুন

পাতা:তীর্থরেণু.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

স্ত্রী। ক্ষুধার তাড়না না থাকে যখন
অন্ন তখন কিবা?
এই ভালবাসা? ইহারি গর্ব্ব
কর তুমি নিশি দিবা!
পুরুষ। স্নিগ্ধ বিমল নির্ঝর জল।
সম তোমা’ ভালবাসি,
কর্ম্মক্লান্ত, সমুদভ্রান্ত,—
তাই কাছে ছুটে আসি।
স্ত্রী। গুম্ফে ও চুলে ধূলা যবে ঝুলে
লোকে হেসে বলে ‘চাষা’
তখনি কেবল প্রয়োজন জল;
এই তব ভালবাসা?
পুরুষ। শীতে সম্বল “লম্বে”র মত
তুমি গো আমার পক্ষে,
তাই সাথে নিয়ে ফিরি চিরকাল,
বাঁধিবারে চাই বক্ষে।
স্ত্রী। হ’লে পুরাতন ফুরায় যতন
দূরে পড়ে থাকে “লম্ব”,
এই পুরুষের ভালবাসা বুঝি?
এই নিয়ে এত দন্ত!
পুরুষ। মধু চক্রের মতন তোমায়
ভালবাসি প্রাণ ভ’রে,

১১৯