পাতা:তীর্থরেণু.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

‘স্পন্দরহিত রণদুন্দুভি হ'বে ওগো এইবারে,
বিশ্বমানব মিলিবে আসিয়া জগৎ-সন্তাগারে;
দশের সহজ বুদ্ধি মিলিয়া শাসিবে পালিবে ধরা,
সাৰ্বজনীন বিধানে ধরণী প্রশান্ত হ'বে ত্বরা।

টেনিসন।


শুক্ল নিশীথে

শুক্লা যামিনী প্রসন্ন হ’ল
লভিয়া তোমার জ্যোতি,
দেহ-নিরুদ্ধ আত্মারে তাই
দিল সে অব্যাহতি;
ছিঁড়িল শিকল হ’ল সে উজল
স্ফটিক মালার মত।
প্রভু ভৃত্যের ভেদ ঘুচে গেল,
ভুবন স্বপ্নহত!
বন্দ্বী ভুলিল বন্ধন, রাজা
রাজ্য ভুলিল ঘুমে
পুণ্য যামিনী সাম্য আনিল
বিষম মর্ত্ত্য ভূমে।

রুমি।
১৪৮