এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
পূবের ঝরোখা খুলি’ যেথা ঊষা
উঁকি দ্যায় শেষ রাতে,—
সংশয় আর প্রত্যয় যেথা
অভেদ আমার সাথে!
হাইন্।
জীবন
খাবার জন্যে একমুঠো ভাত, শোবার জন্যে একটি কোণ,
কাঁদতে পূরো একটা বেলা, হাস্তে মোটে একটু ক্ষণ;
আনন্দ সে দু’এক পোয়া, দুঃখ কষ্ট দু’এক মণ,
ফুর্ত্তি যত দ্বিগুণ তাহার মৌন বিষাদ-বিলপন;
এই জীবন!
এক্টি কোণ আর একমুঠো ভাত-প্রেম থাকেত রাজ্যধন,
কান্না তথন স্বস্তি আনে, একটু হাসিই জুড়ায় মন;
ফুর্ত্তি তখন দ্বিগুণ মিঠে; দুর্ভাবনা কতক্ষণ?
হাসির কাছে আশী রচে পারার মতন উদ্বেজন;
এই জীবন।
নিগ্রো ডান্বার।
১৫৬