পাতা:তীর্থরেণু.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

কে জানে? কে বুঝে মরণ রহস্যেরে?
কে জানে চাঁদের ক্ষয়, উপচয়, ঋণে?
মানুষের মাঝে নাই কারো হিসাবে সে;
মৃত্যু জানাবে তিনে!

প্রবল ঢেউয়ের কিনারার প্রতি টান,
কিনারার টান ভগ্ন ঢেউয়ের দিকে!
আকাশ-বিদারী জ্বালাময় ভালবাসা,
জাগে যে বজ্রশিখে,—

যাবে না সে বোঝা, যতদিন আছে প্রাণ!
ধ্রুবতারা করি’ মরণের দু’ আঁখিকে
যে অবধি জরি’ না যায় প্রাণের বাসা,—
চেয়ে চেয়ে অনিমিখে;

একটি নিমেষে সমস্যা সমাধান
যতদিন নাহি হয় গো, দিগ্বিদিকে
ঊষার মতন হাসিতে ফুটায়ে আশা
অথবা দ্বিগুণ ম্লান করি’ গোধূলিকে।

সুইন্‌বার্ণ্‌‌।
১৬৭