পাতা:তীর্থরেণু.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু

অনাদি অশেষ অনাথ-শরণ রক্ষা করেন তোরে—
স্মরণে রাখিস্‌, ওরে!
সকলি যে তাঁরি দান।
তিনি যে নিখিল-বিশ্বম্ভর চির-আনন্দ-ধাম,
ভাব তাঁরে, তুকারাম!
কর তাঁরি নাম গান।

তুকারাম।


দুঃখলোপী মিলন

(রাবেয়া)

প্রভু! আমি কেমনে বুঝাব
আমার সে প্রাণের বেদন?
নয়ন, তোমার আবির্ভাবে,
হয় যে গো উৎসবে মগন!
প্রভাতে উদিলে দিননাথ
মলিন কি রহে শতদল?
পাই যবে তোমার সাক্ষাৎ
আপনি লুকায় আঁখিজল!

১৩
১৯৩