এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
পাঠিয়ে দিয়ো দাঁত, বাপু?
জানাতে এ কথাটি
লিখিতে হ’ল চিঠি।
ইতি। শ্রী বড় খোকা বাবু।”
রেক্সফোর্ড্।
অঙ্কুর
কহে অঙ্কুর আঁধারে মাটির মাঝে,
“মজবুৎ নই, তবুও লাগিব কাজে!”
এত বলি’ ধীরে আলোকে তুলিল মাথা,
মৃদু বলে খুলি’ দিল একখানি পাতা!
পাতা, নিরখিয়া পরখিয়া চারিধার
ডাকিয়া আনিল ডাটি ভাইটিকে তার;
তার পিছে পিছে কচি পাতা আরো দুটি
কৌতুকে এল বাহিরিয়া গুটি গুটি!
সুরু করি’ কাজ, খাটিয়া সকাল সাঁঝে,
পরিণত হ’ল অঙ্কুর চারা গাছে;
রবি দিল আলো, মেঘ তারে দিল জল,
দিনে দিনে বাড়ি’ লভিল সে ফুল ফল।
যারা ছোট আছ, এস মানুষের মাঝে,
মজবুৎ নও, তবুও লাগিবে কাজে;
১০