বিষয়বস্তুতে চলুন

পাতা:তীর্থরেণু.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
উচ্চ শিক্ষা

পুঁথিতে যা’ আছে লেখা সে তো শুধু
জ্ঞানের বর্ণমালা,
পুঁথির শিক্ষা শেষ ক’রে ধর
প্রকৃতির কথামালা;
পুষ্পের ভাষা শিখিয়া লও গো,
গগন-গ্রন্থ পড়,
বিশ্বমৈত্রী কর অনুভব
বাক্য করনা জড়।

জোয়াকিম্ মিলার।


‘যোগ্যং যোগ্যেন’

উজ্জ্বল সোনা, রক্ত প্রবাল,
অমল মুকুতা ফল,—
কাহারো জনম খনির গর্ভে,
কাহারো সিন্ধুজল;
তবু একদিন হয় এক ঠাঁই,
মিলি’ জহুরির ঘরে
পরস্পরের বিচিত্র শোভা
বাড়ায় পরস্পরে।

৪০