বিষয়বস্তুতে চলুন

পাতা:তীর্থরেণু.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
“বৌ-দিদি”



বৌ-দিদি চাস্‌? বোন্‌টি আমার,
বৌ-দিদি তোর চাই?
তারার হাটে খুঁজব এবার
দেখব যদি পাই!
তুই যে মোদের পুণ্যপ্রভা,—
ঠাকুর ঘরের দীপ;
তোর মতটিই আন্‌তে হ’বে
পুণ্য হোমের টিপ্‌।

স্বপ্ন-দেবীর পাখা দু’খান্‌
ধার ক’রে-না-নিয়ে,
ঝড়ের রাতে বেরিয়ে যাব
কারেও না জানিয়ে;
ধর্‌ব গিয়ে ঝড়ের বেগে
রামধনুকের ডোর,
রামধনুকের একটি রেখা
বৌ-দি’ হ’বে তোর!

ডুবব সোজা সাগর জলে
সূর্য্যালোকের মত,

৫৮