পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

色号 ত্ৰিদিববিজয় ॥ বাহিরিলা বীরশ্রেষ্ঠ ত্রিদিবপ্রাস্তরে । মন্দাকিনীতটে আসি আশু উপজিলা । সে ঘোর আঁধারে বলী হেরিতে লাগিলা প্রতি অন্ধকার সূত্রে জটাজুট যেম ; মন্দাকিনী কলনাদে প্রতি কুলু-স্বরে শুনিতে লাগিল৷ সেই বিষাণনিনাদ ; যেমতি প্রলয়কালে ঘোষেন পিনাকী ভয়ঙ্কর । চাহিল। গগনপটে বলী :– ভয়াল ত্রিশূলছায়া লক্ষ লক্ষ যেন লক্ষিতে লাগিল। বীর আকাশপ্রান্তরে ; লক্ষ লক্ষ মহোরগ একত্র মিলিয়া ছুটাছুটি করে যথা বিকটদৰ্শন । অনন্ত-বিস্তারি-শূন্ত খর্বব হয়ে যেন, কারাগার সম দৈত্যে ঘেরিছে চৌদিকে, তিলেক নাহিক স্থান দেহ প্রসারিতে । অtপন সৌভাগ্যরবি অপেন ললাটে উজলি বিকট জ্যোতি জ্বলিল যেন বt : ঝলসিয় দশ দিশি, আবার যেমন ঘোর অন্ধকার মাঝে ডুবায়ে ত্রিদিবে ফেলিল অস্বরে দুরে অতল অর্ণবে, পুঞ্জীকৃত অন্ধকার অবাত প্রদেশে । ক্ষণ এই ভাবে রহি চেতন। পাইয়: