বিষয়বস্তুতে চলুন

পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নগরলক্ষনী । দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে “ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বল কেবা ?” শুনি তাহ রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট । কহিল সে কর যুড়ি– “ক্ষুধাৰ্ত্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী !” কহিল সামন্ত জয়সেন— , “যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হ’ত কোন কাজ, \ মোর ঘরে অন্ন কোথা আজ ?” নিঃশ্বাসিয়া কহে ধৰ্ম্মপাল “কি কব, এমন দগ্ধ ভাল,