পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । २ं9 সন্ধ্যাকালে গাভীদল গোষ্ঠে প্রত্যাগত হইল, কিন্তু উপমমু্যর দর্শন নাই । আয়োদধৌম্য বনে প্রবিষ্ট হইয়া উচ্চৈঃস্বরে উপমমু্যর নাম ধরিয়া ডাকিতে লাগিলেন। উপমমু্য কূপ হইতে উত্তর করিলেন এবং কি কারণে এরূপ অবস্থা প্রাপ্ত হইয়াছেন তাহা জানাইলেন । গুরু তখন র্তাহাকে অশ্বিনীকুমারদ্বয়ের স্তব করিতে বলিলেন। অশ্বিনীকুমারগণ দেববৈদ্য, তাহারা উপমমু্যর আশ্চৰ্য্য কৰ্ত্তব্যনিষ্ঠ দর্শনে আনন্দিত হইয়া তাহাকে রোগমুক্ত করিয়া দিলেন । সত্যপরায়ণত । কৰ্ত্তব্যনিষ্ঠার অভাবে মানবের চরিত্র অসম্পূর্ণ থাকিয়া যায়, কিন্তু সত্যপরায়ণতার অভাবে চরিত্র আদৌ গঠিত হয় না । কারণ সত্যপরায়ণতা মানব-চরিত্রের ভিত্তিস্বরূপ । ভিত্তি না থাকিলে যেরূপ কোন গৃহনিৰ্ম্মাণ সম্ভাবনীয় নহে, সেইরূপ সত্যপরায়ণতা না থাকিলে সৎচরিত্রের অস্তিত্বই অসম্ভব হয় । এইজন্য র্যাহারা মানবগুরু, তাহারা বলিয়াছেন, সত্যের সমান আর ধৰ্ম্ম নাই, এবং আপনাদের জীবনে তাহারা সত্য হইতে কদাচ চুল-পরিমাণ ভ্ৰষ্ট হয়েন নাই। * সত্যপরায়ণতা কেবল মাত্র সত্যবাক্যকথনেই পৰ্যৰতুি