পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । ○? অন্যায় করিতে পারেন না । কারণ অপরের প্রাপ্য তাহাকে না দিলে, সত্যকে সম্পূর্ণরূপে স্বীকার করাই হয় না। অতএব অন্যায় বা অবিচার করার অর্থ, অস্যের সম্বন্ধে যাহা সত্য তাহা স্বীকার না করা। এই স্যায়পরতা গুণ মানব-চরিত্রের একটি মহৎ গুণ। স্যায়পরায়ণ ব্যক্তি সৰ্ব্বত্রই পূজিত ও আদৃত ‘ হইয়া থাকেন। কারণ, সকলেই জানে যে র্তাহাদ্বারা কাহারো কোন অনিষ্ট ঘটিবার সস্তাবনা নাই, তিনি আপন স্বার্থের নিমিত্ত অন্যের ক্ষতি করিবেন না। এমন কি, প্রয়োজন হইলে নিজের অনিষ্ট সম্ভাবনা জানিয়াও অন্যের প্রতি দ্যায়বিচার করিতে কুষ্ঠিত হইবেন না। স্যায়পরতার আনুষঙ্গিক এই সৎসাহসের জন্য মনুষ্য-সমাজে ন্যায়নিষ্ঠ ব্যক্তিদিগের এরূপ আদর। কোন ভয় বা স্বার্থের বশবৰ্ত্তী হইয়া তাহারা অন্যায় করিতে পারেন না । কাজির বিচার । সুলতান গিয়াস্তুদিন একদা শিকার করিতে গিয়া দৈবক্রমে তাহার এক বিধবা প্রজার পুত্রকে নিহত করেন। বিধবা শোকে অধীর হইয়া কাজির নিকট বিচারপ্রার্থিনী হয় । সুলতান দ্বিপ্রহরে স্বীয় প্রাসাদে বিশ্রাম করিতেছেন, এমন সময়ে কাজি র্তাহাকে বিচারের জন্য আহবান করিয়া তাহার সমীপে এক দূত প্রেরণ করিলেন। দূত মহা সঙ্কটে পতিত হইল। সুলতানের বিশ্রাম ভঙ্গ করিবার দুঃসাহস তাহার ছিল না এবং তাহার