বিষয়বস্তুতে চলুন

পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । 8X করিতে দিল। এই বৃদ্ধের সহিত বিদ্যাসাগরের বাল্যকালে বন্ধুতা ছিল—এতকালের পরে পুনরায় বাল্যবন্ধুর দর্শন লাভ করিয়া র্তাহার বড়ই আনন্দ হইল। সেই সময়ে রাজপরিবারের কতিপয় লোক গাড়ীতে করিয়া সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছিলেন । সেই দোকানে মুদির সহিত একাসনে বিদ্যাসাগরকে উপবিষ্ট দেখিয় র্তাহাদের মর্য্যাদাবোধ বিশেষ ক্ষুণ্ণ হইল। সন্ধ্যাকালে যখন বিদ্যাসাগর মহাশয় রাজবাড়ীতে আগমন করিলেন, তখন র্তাহার র্তাহাকে মুদির কথা উল্লেখ করিয়া জিজ্ঞাসা করিলেন, “আপনি উহার নিকট কিজস্য গিয়াছিলেন ?” তিনি র্তাহাদিগকে কহিলেন, ঐ ব্যক্তি র্তাহার বাল্যবন্ধু । এই কথা শ্রবণ করিয়া তাহারা তো অবাক । তথাপি তাহারা তাহাকে কহিলেন, “আপনার ন্যায় অবস্থার লোকের কি ঐরাপ ছোটলোকের সহিত সংশ্রব রক্ষা করা উচিত ?” বিদ্যাসাগর এই কথার উত্তরে কহিলেন, “আমি দরিদ্র লোকদিগের সহিত মিশিতে ভালবাসি এবং তাহারা আমার বন্ধু । ইহাতে যদি আমাকে বন্ধুভাবে গ্রহণ করিতে আপনাদের মৰ্য্যাদাবোধে বাধে, তাহা হইলে আমি আপনাদের ভবনে আসিতে ইচ্ছা করি না ।” বিদ্যাসাগরের এই তেজস্বী উত্তর শ্রবণ করিয়া রাজপরিবারের লোকেরা বিশেষ লজ্জিত হইলেন এবং তাহার নিকট মার্জন ভিক্ষা করিলেন ।