পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফতেপুর সিক্রি ও আগ্রা। আগ্ৰা-অযোধ্যা যুক্ত প্রদেশে মোগল সম্রাটগণের প্রিয় বাসভূমি অগণ্য হৰ্ম্মশোভিত আগ্রা নগরী হইতে ফতেপুর সিক্রি কিয়দূরে অবস্থিত। সম্রাট আকবর এইস্থানে একটি নগর নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, এক্ষণে তাহা জনশূন্য। সমুচ্চ সৌধমালা তাহার অস্তিত্ব ঘোষণা করিতেছে। আগ্রা হইতে ফতেপুর সিক্রি পর্য্যন্ত একটি সুদীর্ঘ বঙ্কিম রক্তবর্ণ পথ গিয়াছে, তাহার উভয় পার্থে ভুট্টার ক্ষেত্র। মধ্যে মধ্যে দলে দলে ময়ূরশ্রেণী দৃষ্ট হয় । ভূমি ক্রমেই উন্নত হইয়া অবশেষে একটি ক্ষুদ্র পর্বতবিশেষে গিয়া শেষ হইয়াছে, সেই পৰ্ব্বতের উপরে জনশূন্ত নগর প্রতিষ্ঠিত। ইহার দুর্গ-প্রাকার সপ্ত মাইল ব্যাপী। কোথাও লোকাবাস না থাকায় চতুর্দিকে বন জঙ্গল জন্মিয়াছে। প্রাকার অতিক্রম করিয়া প্রাসাদের সম্মুখবর্তী হইবামাত্র স্থবিশাল “বুলন্দ দরওয়াজ" পথিককে সহসা চমকিত করিয়া দেয়। এই সুবিশাল দ্বার এরূপ উচ্চ যে ইহার ভিতর দিয়া বিশালকায় হস্তী অনায়াসে চলিয়া যাইতে পারে । ইহার কারুখচিত তোরণ ইন্দ্রধমুর স্যায় বক্রাকার ও অতীব রমণীয়। এই মনোহর প্রাসাদ-দ্বার অতিক্রম করিয়া বিশাল প্রাঙ্গণ মধ্যে প্রবেশ করিলে সৰ্ব্ব প্রথমে একটি শুভ্র সমাধি-মন্দির লক্ষিত