পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ত্রিসন্ধি । নামক বিস্তীর্ণ প্রাস্তরে, রূম অর্থাৎ তুর্করাজ্য হইতে নিযুক্ত জনৈক পুরোহিত পৰ্ব্বতের উপর দণ্ডায়মান হইয়া মক্কার দিকে মুখ করিয়া আরাধনা করেন এবং কোরাণ শরিফের কিয়দংশ পাঠ করেন । র্তাহার পশ্চাপ্তাগে সহস্ৰ সহস্র মনুষ্য উপবিষ্ট হইয় তাহার আরাধনা শ্রবণপূর্বক তাহাতে যোগদান করেন । জগতে যেখানে যেখানে মুসলমান আছেন, তত্তৎ দেশ হইতেই ধৰ্ম্মপ্রাণ মুসলমানগণ সমাগত হইয়া আরফাতের প্রান্তরে একত্রিত হইয়া থাকেন । এইস্থানে লক্ষাধিক লোক সমাগত হয়েন. এত লোকের পক্ষে এক জন পুরোহিতের মুখনিঃস্থত বাক্য শ্রবণ করা সম্ভব নহে ; এই নিমিত্ত আরাধনার প্রারস্তে ও শেষে কামান হইতে গোলা বর্ষণ পূর্বক সকলকে সংবাদ দেওয়া হয়। তাহার পরে কোরবানি বা বলিদান। হজের প্রান্তরে মৃত পশুগণের মাংস এত অধিক স্তপীকৃত হয় যে, হাজীগণ সেই সমস্ত ংস লইয়া আসিতে পারেন না। স্ত,পাকার মাংসরাশি বদ ও দীনদুঃখিগণ লইয়া যায়। হজের প্রধান কাৰ্য্য আরফাতেই সম্পন্ন হইয়া থাকে। তাহার পর মক্কা ইত্যাদি তীর্থ পবিদর্শন হয়। মক্কা একটি বালুকাময়ী উপত্যকায় অবস্থিত। নগরের চতুর্দিকে ক্ষুদ্র ক্ষুদ্র পর্বত আছে। বাটগুলি অধিকাংশই প্রস্তরনিৰ্ম্মিত। কোন কোন বাট চার পাঁচ তলা পৰ্য্যন্ত উচ্চ । পথগুলি প্রশস্ত । যাত্ৰিগণের অবস্থানের নিমিত্ত অনেক বাটী পাওয়া যায়। স্নান করিবার জন্য অনেক গুলি হাম্মাম বা স্নানাগার আছে ।