পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার পর যুবক বলিল,-“তুমিও তো পড়িয়া গিয়াছিলো! তুমি মনে করিয়াছ, তাহা আমি দেখি নাই। কিন্তু পুষ্করিণীর ও-পারে বনের ভিতর বসিয়া আমি সব দেখিয়াছি। তোমাকে কি বড় লাগিয়াছে? ভাই কি তুমি কাঁদিতেছিলে?” কুসীরা এখন অতিশয় লজ্জা হইল। লজ্জায় তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। ঘাড় হেঁট করিয়া সে চুপ করিয়া রহিল। যুবক পুনরায় বলিল,—“আমি জিজ্ঞাসা করিতেছি, তোমাকে কি বড় লাগিয়াছে? সেই জন্য কি তুমি কাঁদিতেছিলে?” কুসী দেখিল যে, উত্তর না দিলে আর চলে না। আস্তে আস্তে সে বলিল,—“আমি সেজন্য कँ िनाङ्ग्रे ।” যুবক জিজ্ঞাসা করিল,—“তবে কি জন্য কঁদিতেছিলে?” কুসী পুনরায় চুপ করিয়া রহিল। কিন্তু যুবক ছাড়িবার পাত্র নহে। বার বার সে জিজ্ঞাসা করিতে লাগিল,—“তবে কেন তুমি কাঁদিতেছিলে?” নিরুপায় হইয়া কুসী। সেইরূপ মৃদুস্বরে উত্তর করিল,-“আমি জল লইতে আসিয়াছিলাম। আমার কলসী জলে পড়িয়া গিয়াছে। আমাদের বাড়ীতে আর কলসী নাই।” যুবক বলিল,-“ওঃ। দুই পয়সার একটা মেটে কলসীর জন্য তুমি কঁদিতেছিলে? তাহার জন্য আবার কান্না কি?” কুসী। উত্তর করিল,—“মাসী-মা আমাকে বকিবেন?”(N যুবক উত্তর করিল,—“হঠাৎ তুমি পড়িয়া গিয়াঙ্গুঠীই কলসীও গিয়াছে, সে জন্য তিনি বকিবেন কেন ।” C কুসীর ইচ্ছা নয় যে, সকল কথার উত্তর শুর্দষ্ট করে। কিন্তু সে অপরিচিত যুবক কিছুতেই তাহাকে ছাড়ে না। বাড়ী পলাইবার কুসীরা এখন চেষ্টা হইল, কিন্তু তাহার পায়ে অতিশয় ব্যথা হইয়াছিল। 零 যুবক বলিল,—“তুমি বাড়ী র জন্য ইচ্ছা করিতেছ। কিন্তু আমার সকল কথার উত্তর না দিলে কিছুতেই আমি পথ ছাড়িয়া দিব না। তুমি বলিলে তোমাদের বাড়ীতে আর কলসী নাই; পিত্তলের ঘাড়া আছে?” কুসী। উত্তর করিল,—“না।” যুবক জিজ্ঞাসা করিল,-“কখনও ছিল?” কুসী। উত্তর করিল,-“ছিল।” যুবক জিজ্ঞাসা করিল,-“সে ঘড়া কি হইয়াছে? চোরে লইয়া গিয়াছে? কুসী বলিল,-“আমি বাড়ী যাই।” যুবক দেখিল যে, বালিকা বিরক্ত হইতেছে। আর অধিক কথা সে জিজ্ঞাসা করিল না। সে বলিল,-“রও! তোমার কলসী আমি তুলিয়া দিতেছি।” কুসী। তাহাকে নিবারণ করিতে না করিতে, সে জলে ঝাঁপ দিল। ডুব দিয়া কলসী তুলিল। কিন্তু পূৰ্ণঘড়া গভীর জল হইতে উপরে তুলিতে না তুলিতে, দুই খণ্ড হইয়া ভাঙ্গিয়া গেল। তখন যুবক বলিল,-“ঐ যা! কলসীটি ভাঙ্গিয়া গেল। এবার কিন্তু আমার দোষ।” পুনরায় অতি সাবধানে পদক্ষেপ করিয়া যুবক উপরে উঠিয়া কুসীর নিকট আসিয়া দাঁড়াইল। বাটী প্ৰত্যাগমন করিবার নিমিত্ত কুসী এইবার দাঁড়াইতে চেষ্টা করিল। কিন্তু সে Հ8Եr. fing <nž3. g3 ze - www.amarboi.comfo%"”"***"****