পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিল ১৮ই শ্রাবণ সন্ধ্যাকালেও তিনি গল্প করিয়াছিলেন। কিছুক্ষণ পরে তাঁহার নাড়ী ছাড়িয়া গেল, নিঃশ্বাস-প্ৰশ্বাস ফেলিতে কষ্ট হইতে লাগিল। প্ৰবল শ্বাসের ভিতরও তিনি বলিতেছিলেন, — “আমি চলিলাম। দেখিবেন, যাহা বলিয়াছি, তাহার যেন অন্যথা না হয়। সুবালা যেন, এই সম্পত্তি হইতে বঞ্চিত না হয়। এইজন্যই সুবালাকে আমি তাড়াতাড়ি তাহার কাকার বাড়ী পাঠাইয়া দিলাম। সুবালা এ স্থানে থাকিলে আপনারা কিছুই করিতে পারিতেন না। আমার কি সাধ নহে যে, সুবলার চাদ মুখখানি দেখিতে দেখিতে প্ৰাণত্যাগ করি!” ষষ্ঠ অধ্যায়। বড়ালমহাশয়ের কথা বড়ালমহাশয় বলিতেছেন,- “রায়-গৃহিণী প্রাণত্যাগ হইলে, ডাক্তারের আদেশে তাঁহার মৃতদেহ আমরা সেই বাক্সের ভিতর রাখিলাম। উপরে ও নীচে বরফ দিয়া বাক্সটি পূর্ণ হইল। সেজন্য মৃতদেহ নষ্ট হইল না। ডাক্তার কেন যে কাঠের বাক্স প্ৰস্তৃত করাইতে বলিয়াছিলেন ও কেন যে তিনি কলিকাতা হইতে দুই মণ বরফ আনাইতেছিলেন, পারিল না। মৃত্যুর চারিদিন পূৰ্ব্বে কৎস আমার গৃহিণী ও ধনুকধারী পূর্বের নৃষ্ঠে সৰ্ব্বদা এই ঘরে বসিয়া থাকিতাম। পূর্বের ন্যায় যথাসময়ে এই ঘরে রোগিণীর পথািঢ়ী আসিতে লাগিল। তাঁহার মৃত্যুর তিনদিন পরে উইল হইল। উইলের পরদিন আমরা তাঁহার মৃত্যুসংবাদ প্রকাশ করিলাম ও যথাবিধি তাঁহার মৃতদেহের সৎকার করিলাম। রায়মহাশয়ের পরলোক হইলে বিজয়বাবুকে আমি পত্ৰ লিখিয়াছিলাম। সেই পত্রের তিনি যে উত্তর দিয়াছিলেন, তাহাতে আমি বুঝিলাম যে এ সম্পত্তি তিনি একেবারেই গ্ৰাহ্য করেন না। আমার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল যে, তিনি আসিবেন না। সেজন্য এবারও আমি তাঁহাকে পত্র লিখিলাম যে, আপনার ভ্রাতৃজায়ার বয়ঃক্রম শীঘ্রই পঞ্চাশ বৎসর পূর্ণ হইবে। তিনি উইল করবেন। সে সময় আপনি উপস্থিত থাকেন, ইহাই তাঁহার ইচ্ছা। বিজয়বাবু নিজে না আসিয়া একজন উকীল পাঠাইয়া দিলেন। আমার গৃহিণী সমুদয় শরীর চাকিয়া রোগিণী সাজিয়া ঐ খাটে শয়ন করিলেন; রায়মহাশয় ও রায়-গৃহিণীর আজ্ঞায়, সুবালা দিদির মঙ্গল-কামনায়, আমরা এই উইল প্ৰস্তুত করিলাম।” বড়ই কাঁদিতে লাগিলেন। তাঁহাকে অন্যমনস্ক করিবার নিমিত্ত বড়ালমহাশয়কে বিনয় জিজ্ঞাসা করিলেন,- “সে ডাক্তারকে কত টাকা দিতে হইয়াছিল?” বড়ালমহাশয় উত্তর করিলেন,- “অধিক নহে। রায়-গৃহিণী নিজে তাঁহাকে আড়াই শত টাকা দিয়াছিলেন। তাহার পর আমি তাঁহাকে আর আড়াই শত টাকা দিয়াছিলাম। খাতায় চিকিৎসা খরচ বলিয়া তাহা লেখা আছে।” পাপের পরিণাময় sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Ao A