পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুরোধশেষে তাঁহাকে সম্মত হইতে হইল। পাড়ার অল্পবয়স্ক কন্যা ও বধূগণের দ্বারা পরিবৃতা ও একহাত ঘোমটা দ্বারা অবগুষ্ঠিতা হইয়া, সুবালা একটি ঘরে বসিয়াছিলেন। বিনয়কে ও তাঁহার বন্ধুগণকে সঙ্গে লইয়া বিজয়বাবু বিজয়বাবুর আজ্ঞায়—একদিকে বিনয় ও অপরদিকে সুবালা—তাহার দুইপার্শ্বে দুইজন দণ্ডায়মান হইলেন। পাড়ার সেই কন্যা অবগুণ্ঠন খুলিয়া নববধূর মুখ সকলকে দেখাইল । লজ্জায় ও ভয়ে নববধূর পদদ্বয় ঈষৎ কম্পিত হইতেছিল। যথারীতি তিনি নয়নদ্বয় মুদিত করিয়াছিলেন!! ঘোর কৃষ্ণবর্ণের চক্ষুপল্লবগুলি মুদিত নয়নদ্বয়ের উপর পড়িয়া, আহা! কি অপূৰ্ব্ব শোভার আবির্ভাব হইয়াছিল। লোকে—“আহা মরি!' বলে, সুবালা সেরূপ রূপবতী ছিলেন না। তাঁহার সৌন্দৰ্য চাকচিক্যশালী সূৰ্যকিরণ দ্বারা গঠিত হয় নাই। তাঁহার সৌন্দৰ্য শরৎকালের পূর্ণচন্দ্রের মৃদু-মধুর সুশীতল রশ্মি দ্বারা গঠিত হইয়াছিল। সাগর হইতে উঠিয়া হইয়াছিলেন তখন তিনি যেরূপ দেখিতে হইয়াছিলেন, যুবকবৃন্দের সম্মুখে দণ্ডায়মান সুবালাকে আজ সেইরূপ দেখাইতে লাগিল । বিজয়বাবু বলিলেন, — “সুবালা, মা! একবার তুমি চক্ষু উনীলিত করা। তোমার ঐ দয়ামায়া-পূর্ণ মৃদুভাবাপন্ন মৃগনয়ন দুইটি দেখিয়া সকলের আনন্দ হউক। প্ৰসন্নবদনে উপস্থিত যুবকবৃন্দকে সম্বোধন বা সহিত আমার সাক্ষাৎ হয়। অনেকের ব্যবহার দেখিয়া আমি হতাশ হইয়া পড়িয়াছিলাম। আমি ভাবিতাম যে, সত্য, সাধুতা ও কৰ্ত্তব্যপরায়ণতা এ দেশে অতি বিরল। যে দেশে সত্য, সাধুতা ও কৰ্ত্তব্যপরায়ণতা নাই, সে দেশের কিছুতেই মঙ্গল হয় না। আমি ভাবিয়ছিলাম যে, কালক্রমে এই বাঙ্গালী জাতি ধ্বংস হইয়া যাইবে। যাহারা অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে কুলি-বৃত্তি অবলম্বন করিয়া অতি কষ্টে দিনপাত করিতে হইবে। কিন্তু আমার পুত্রবধূকে দেখিয়া আমার মনে এখন আশার সঞ্চার হইয়াছে। যাহা সত্য, যাহা ধৰ্ম্মসঙ্গত, যাহা কৰ্ত্তব্য, তাহা আমি করিব, এইরূপ সঙ্কল্প করিয়া আমার পুত্ৰবধু কিরূপ মূল্যবান সম্পত্তি ত্যাগ করিতে প্ৰস্তুত হইয়াছিলেন, তাহা তোমরা সকলেই শুনিয়াছ। যে জাতির মধ্যে এরূপ সত্যপরায়ণা বালিকা জানিতে পারে, সে জাতির জন্য ভাবনা নাই। আমার পুত্রবধু যে কেবল একেলা ধৰ্ম্মপরায়ণা, তাহা কখনই নহে। বোধ হয়, দেশে তাঁহার মত শতশত বালক-বালিকা আছে। তাহাদিগকে আমরা জানি না এইমাত্র। তবে আর আমাদের ভাবনা কি? ঈশ্বর বাঙ্গালী জাতিকে যেরূপ প্রখর বুদ্ধি দ্বারা বিভূষিত করিয়াছেন, সেরূপ প্রখর বুদ্ধি অন্য কোন জাতিকে তিনি প্ৰদান করেন নাই। এই প্রখর বুদ্ধি যখন সত্য, সাধুতা ও কৰ্ত্তব্যপরায়ণতা দ্বারা আরও প্রভাবিশিষ্ট হইবে, তখন বাঙ্গালী জাতি পৃথিবীতে শীর্ষস্থান অধিকার করিতে সমর্থ হইবে। পুত্ৰগণ! আমি ও আমার সমসাময়িক ব্যক্তিগণ

                    • দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com ~ ԳԳ Գ