পাতা:দর্শন দীপিকা.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৭৯ ] বায়ুর প্রবলতায় মেঘ পৃথিবীর নিকটস্থ হয় তাহাতে পৃথিবীর বস্তু সহযোগে বিছাকে আকর্ষণ করে সেই দ্রব্যের আকর্ষণে ঐ বিদ্যুৎ আকৃষ্ট হইয়া অতিবেগে ধাবধান হয়, সেই বেগের শক্তিতে মেঘ বিদীর্ণ হইলেই বিজাতীয় শব্দ ও বজ্রপাত হয়, আলোক প্রথমে দেখা শব্দ পশ্চাৎ শ্রবণ হয়, ইহার তাৎপৰ্য্য শব্দের শক্তি ২। পলের মধ্যে ১২ ক্রোশ চলিত হয়, তেজঃ কোটি ক্রেণশ তৎসময়ে ধাববান হয়, বিছাতের আলোক দৃষ্টি করিয়া নির্ণয় করিলে যদি আড়াই পলের পরেই শব্দ শুনা গেল তবেই বিছাৎ ১২ ক্রোশ অন্তরেই আছে বুঝিতে হইৰেক । বিছ্যতের পতন প্রায় উচ্চতর বস্তুর হয়, তৎসময়ে কিয়া প্রাক্কালে বৃক্ষ মুলে স্থিতি অকৰ্ত্তব্য। ধাতু ফ্রব্য মাত্রই বিদ্যুৎতারিকে অংক র্ষণ করে। আশ্চৰ্য্য ষে লৌহময় অস্ত্র কাষ্ঠে আচ্ছ দিত থাকিলে বিস্থাৎ পতনে কাষ্ঠ জ্বলিত হইবেক না কিন্তু লৌহের অস্ত্র শাহ করেবেক, বিলাতের পণ্ডিত কর্তৃক এক যন্ত্র প্রস্তুত হইয়াছে যদ্বারা বিস্থ্যতান্ত্রির ক্ষুলিঙ্গের ন্যায় স্ফুলিঙ্গ নির্গত হয়।