পাতা:দর্শন দীপিকা.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t >२० j শিক্ষিত হইয়াছি এবং আত্যন্তিক কঠিন বৃত্তান্ত অনায়াসেই ব্যাখ্যা করিতে দেখিয়াছি এবং চির কাল শিষ্যের মধ্যে প্রধান শ্রেণীতে গণ্য হইয়াছেন অতএব বুঝিবার ক্রটি কদাচ সম্ভবেন যাবৎ পত্রের অৰ্দ্ধেক পূৰ্য্যন্ত পাঠ হইল তখন আমি আমার বান্ধবের কলেবরের সঙ্গে যে কিলক শ্লথ হইয়াছে ইহা বুঝিলাম অর্থাৎ বঙ্গভাষা বিদ্যার অভাবে এতাদৃশ হুইয়াছে ইহাই স্থির করিলাম। এতদ্রুপ অভাব যে শুদ্ধ ভঙ্গভাষায় কথন প্রণয় অসিদ্ধ, বহু কষ্টে কৰ্ম্ম নিৰ্বাহ হইলে আমরা বিদায় হইলাম। প্রাচীন বাবু আমারদিগকে সমাদর এবং বাধিত করিলেন নীরবে সোপান হইতে নামিলাম এবং ক্ষুদ্রপথে আগত হওতঃ পরম্পর মুখ দর্শনে কলি লাম অদ্য প্রাতে বড় লজ্জাকর হইয়াছে তুমি বাঙ্গলা ভাষায় এতাদৃশ হীন কেন হইলে তাহাতে কচুক্তি প্রক্ষেপে কহিলেন লজ্জা কি, আমি ইহাতে লজ্জা বোধ করি নাই যদি এভাষায় অক্ষম হইলাম তাহাতে ক্ষত্বি কি আমি বিদ্যাতে কি কিছু নু্যন আছি কিম্বা সুশিক্ষিত নহি এমত নই। আমি